সোমবার, ২৮ মে, ২০১৮ ০০:০০ টা

শেখ হাসিনার অর্জনে বাংলাদেশ গর্বিত

——— জ্যাকব

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব বলেছেন, শেখ হাসিনার অর্জন বাঙালি জাতির জন্য গৌরবের। সম্প্রতি তিনি প্রতিবেশী দেশ ভারতে সম্মানসূচক সর্বোচ্চ ডিগ্রি ডক্টর অব লিটারেচার লাভ করায় বাংলাদেশ গর্বিত। তার এই অর্জন দেশের জনগণের জন্য উৎসর্গ করে তিনি আবারও প্রমাণ করেছেন জনগণই তার সাফল্য ও উৎসাহের অনুপ্রেরণা। গতকাল জ্যাকব তার নির্বাচনী এলাকা ভোলার মনপুরার চর নিজাম এলাকায় ৪ কোটি টাকা ব্যয়ে স্কুল কাম সাইক্লোন সেল্টার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। জ্যাকব বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে দুই দেশের অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধন সুদৃঢ় হয়েছে। হাসিনা-মোদির হৃদ্যতাপূর্ণ সফল বৈঠক আন্তর্জাতিক সম্পর্কের প্রতীক হয়ে থাকবে। তিনি দূরদর্শিতার সঙ্গে দারিদ্র্যতা বিমোচন করে উন্নয়নশীল দেশ গড়তে এগিয়ে নিয়ে যাচ্ছেন বাংলাদেশকে। ভারত সফরের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের সফলতা অর্জন জাতির কাছে এখন স্পষ্ট। তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকারের সাড়ে ৯ বছরের দেশের ব্যাপক উন্নয়ন হয়েছে। আমার নির্বাচনী এলাকায়ও প্রায় ৫ হাজার কোটি টাকার উন্নয়ন কাজ করেছি।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সেলিনা আকতার চৌধুরী, দক্ষিণ সাকুচিয়ার চেয়ারম্যান অলিউল্লাহ কাজল, উত্তর সাকুলচিয়া ইউপি চেয়ারম্যান জাকির হোসেন ও চরফ্যাশন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি জয়নাল আবেদিন আখন ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি।

সর্বশেষ খবর