সোমবার, ২৮ মে, ২০১৮ ০০:০০ টা

জাতীয় ঐক্যের বিকল্প নেই : মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

গণতন্ত্র ফিরিয়ে আনতে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, গণতন্ত্র রক্ষা করতে হলে জাতীয় ঐক্যের বিকল্প নেই। নবগঠিত রাজনৈতিক জোট যুক্তফ্রন্টের অন্যতম শরিক নাগরিক ঐক্যের ইফতার অনুষ্ঠানে বিএনপি মহাসচিব এই আহ্বান জানান। তিনি বলেন, ‘আজকে গণতন্ত্রকে যেভাবে লুট করে নিয়ে যাওয়া হয়েছে, মানুষের অধিকারগুলোকে যেভাবে হরণ করা হয়েছে আজকে আমরা কেউ নিরাপদ নই। এ অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা যদি ঐক্যবদ্ধ হতে না পারি তাহলে জাতি আমাদের ক্ষমা করবে না।’ গতকাল রাজধানীর ‘এশিয়া হোটেল অ্যান্ড প্যাসিফিক’ হলে নবগঠিত ‘যুক্তফ্রন্ট’-এর অন্যতম শরিক নাগরিক ঐক্য আয়োজিত এক ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন। নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার সভাপতিত্বে সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট অধ্যাপক ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী, বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও ড. আবদুল মঈন খান, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, জেএসডির সভাপতি আবদুর রব, গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বিকল্পধারার মহাসচিব অবসরপ্রাপ্ত মেজর (অব.) আবদুল মান্নান, নাগরিক ঐক্যের উপদেষ্টা এস এম আকরাম, সমন্বয়ক শহীদুল্লাহ কায়সার, সুপ্রিম কোর্টের আইনজীবী ড. শাহদীন মালিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক আসিফ নজরুল প্রমুখ ইফতারে অংশ নেন।

মির্জা ফখরুল বলেন, ‘বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কারাগারে যাওয়ার আগে যে কথাটি বলে গিয়েছিলেন, সেই কথাটি হচ্ছে— আজকে গণতন্ত্রকে রক্ষা করতে হলে জাতীয় ঐক্য প্রয়োজন। এই জাতীয় ঐক্য সৃষ্টি করবার জন্য আমি সব দলের প্রতি, সব নেতাদের প্রতি জানাচ্ছি।’

যুক্তফ্রন্টের চেয়ারম্যান বদরুদ্দোজা চৌধুরী বলেন, ‘দেশের মুক্তির একটাই পথ— আমাদেরকে জাগিয়ে দিতে হবে, আমাদের পেছনে সংগঠিত হতে হবে, আমাদের পেছনে ঐক্যবদ্ধ হতে হবে। ভবিষ্যতে দেশে যারাই ক্ষমতায় আসতে চায় তারা যেন বুঝে শুনে চলেন। তারা যাতে বুঝতে পারেন জনগণ দুর্নীতিকে ঘৃণা করে। দুর্নীতি আমরা সহ্য করতে রাজি নই।’

কারাবন্দী খালেদা জিয়ার প্রতি ইঙ্গিত করে সাবেক এই রাষ্ট্রপতি বলেন, ‘আমরা দেখেছি, সুপ্রিম কোর্টের রায় মানা হয় না, হাই কোর্টের ভিতরে রায় মানা হয় না। রায়ের অধীনে যে বক্তব্য দেওয়া হয়, সেই বক্তব্যে মানুষকে মুক্তি দেওয়া হয় না। হাজার হাজার মানুষ জেলের ভিতরে আছে। বাংলাদেশের মানুষ জেগে উঠেছে। এই জাগরণের সঙ্গে আমরা থাকব।’

জেএসডির সভাপতি আ স ম আবদুর রব সরকারের দুর্নীতি অপশাসনের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘আমরা মুক্তিযুদ্ধ করেছি, দেশ স্বাধীন করেছি, পতাকা উড়িয়েছি, জাতীয় সংগীত দিয়েছি, বঙ্গবন্ধু সৃষ্টি করেছি। এভাবে বর্তমানে দেশ চলতে আর দেওয়া? যায় না। জনগণকে নিয়ে আমরা রুখব এই স্বৈরাচার।’

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, ‘দেশে এখন একটা নির্মমতার চাষ হচ্ছে, ভয়ের সংস্কৃতি চালু করবার চেষ্টা করা হচ্ছে। এখন মাদক নিয়ে অভিযান হচ্ছে, এর পরে অস্ত্র উদ্ধারের ঘটনা ঘটবে। এর মধ্যে নাকি ভোট সাজাবার ব্যবস্থা করা হবে।’ তিনি বলেন, ‘দেশ একটা মৃত্যু উপত্যকা। আজ নিজেদের মধ্যে যত সব ছোটখাটো সমস্যা আছে সেই কথা বলে বিভেদ বাড়াবার অবকাশ নেই। এরকম পাখির মতো করে যখন মানুষ মারছে তখন সবাই আমরা যাতে বেঁচে থাকতে পারি, মানুষের মতো স্বাভাবিক মৃত্যুর নিরাপত্তা পাই সে জন্য ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে।’

সর্বশেষ খবর