রবিবার, ৩ জুন, ২০১৮ ০০:০০ টা
প্রকৃতি

লাল হলুদ ফুলে রঙিন বরিশাল

রাহাত খান, বরিশাল

লাল হলুদ ফুলে রঙিন বরিশাল

লাল, হলুদ, সোনালি, বেগুনি রঙের ফুলে রঙিন হয়ে উঠেছে প্রাচ্যের ভেনিস বরিশাল। শহরের গুরুত্বপূর্ণ সড়কের পাশে, স্কুল-কলেজ চত্বরে ও পার্কে লাল রঙের কৃষ্ণচূড়া, হলুদ রঙের রাধাচূড়া, সোনালি রঙের সোনালু, বেগুনি রঙের জারুল এবং লাল-সাদা রঙের জাপানি ক্যাসিকা ফুলের সৌন্দর্যে বিমোহিত পথচারী-দর্শনার্থীরা। প্রত্যন্ত অঞ্চলেও এমন সৌন্দর্য বাড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও ভূমিকা চান সৌন্দর্যপিপাসুরা। আর শহরসহ সর্বত্র সৌন্দর্যবর্ধনকারী গাছ লাগাতে কার্যকর পদক্ষেপ নেওয়ার কথা বলেছেন বরিশালের জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান। বরিশাল নগরীর ঐতিহ্যবাহী বঙ্গবন্ধু উদ্যান লাগোয়া দক্ষিণ-পশ্চিম পাশের লেকের দুই পাড়ে দাঁড়িয়ে সৌন্দর্য ছড়াচ্ছে বেশ কয়েকটি গাছের কৃষ্ণচূড়া ফুল। শুধু দক্ষিণ-পশ্চিম পাড়েই নয়, বঙ্গবন্ধু উদ্যানের পূর্বপাশের লেকের পাড়েও সারি সারি গাছে থোকায় থোকায় সোনালু ফুল মুগ্ধ করে পথচারী দর্শনার্থীদের। উদ্যানের উত্তর-পূর্ব কর্নারের লাল কৃষ্ণচূড়াও যেন অকাতরে বিলিয়ে দিচ্ছে তার রূপ।

শুধু বঙ্গবন্ধু উদ্যানেই নয়, রাজাবাহাদুর সড়ক, প্লানেট পার্ক, কালীবাড়ি রোডের শহীদ কাঞ্চন পার্ক, বিএম কলেজ, হাতেম আলী  কলেজ, বরিশাল কলেজ, শেরেবাংলা মেডিকেল ও সদর গার্লস স্কুল চত্বর, নথুল্লাবাদ ব্রিজ, রাখালবাবুর পুকুর পাড়, বটতলা মসজিদের পেছনে, স্টিমারঘাট কীর্তনখোলা নদীর তীরে, পুলিশ লাইনের সামনে, কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর, বান্দরোড, মুক্তিযোদ্ধা পার্কসহ সর্বত্র দাঁড়িয়ে থাকা গাছের কৃষ্ণচূড়া, সোনালু ও জারুল ফুল মানুষের মনের ক্ষুধা মেটাচ্ছে। অন্যদিকে কালীবাড়ি রোডের শহীদ কাঞ্চন পার্কের লাল-সাদা রঙের বিরল প্রজাতির জাপানি ক্যাসিকা ফুল যেন সৌন্দর্যকে আরা সমৃদ্ধ করেছে। পথচারী-দর্শনার্থীরা জানিয়েছেন, নানা রঙের এসব ফুল দেখলে মানুষ রোমাঞ্চিত হন। পথচারীরা মুগ্ধ হন। মনের কালিমা দূর হয়। প্রতিদিন সকাল-বিকাল এসব ফুলের কাছাকাছি দূরত্বে গিয়ে সেলফি তোলেন, আনন্দ করেন বিভিন্ন বয়স ও পেশার মানুষ। বরিশাল বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. সুব্রত কুমার দাস বলেন, জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত ফোটে পলাশ ফুল, বর্ষাকালে কদম, এরপর শিউলী ফুল, বোতল ব্রাশ এবং মার্চ থেকে জুন পর্যন্ত ফোটে কৃষ্ণচূড়া, রাধাচূড়া, সোনালু ও জারুল ফুল। পরিকল্পিতভাবে এই গাছগুলো লাগাতে পারলে সারা বছরই ফুলে ফুলে দৃষ্টিনন্দন হয়ে উঠতে পারে বরিশাল শহরসহ সর্বত্র।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর