বুধবার, ৬ জুন, ২০১৮ ০০:০০ টা

মাইজভাণ্ডারির আখড়ায় র‌্যাবের হানা

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৩৮ হাজার ইয়াবাসহ গ্রেফতার ৪৭

নিজস্ব প্রতিবেদক

মাইজভাণ্ডারির আখড়ায় র‌্যাবের হানা

মোহাম্মদপুরের একটি বস্তিতে গতকাল মাদকবিরোধী অভিযান চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী —বাংলাদেশ প্রতিদিন

সরকারি জমি দখল করে ‘বাংলাদেশ মাইজভাণ্ডারি ফোরাম’র নামে গড়ে ওঠা মাদকের আখড়া ভেঙে দিয়েছে র‌্যাব-৩। রাজধানীর বনশ্রী আবাসিক এলাকার জি ব্লকে ৬ নম্বর  রোডের এ আখড়া থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ গাঁজা, ফেনসিডিল ও ইয়াবা। রাত ৯ টায় শুরু হওয়া এ অভিযানে রাত সাড়ে ১১টা পর্যন্ত ১২ জন আটক হয়েছেন। তাদেরকে ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে বিচারের জন্য নেওয়ার প্রক্রিয়া চলছে। সেই সঙ্গে অবৈধ দখলে থাকা ৬ কাঠা জমিও সরকারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া শুরু করেছেন ভ্রাম্যমাণ আদালত। রাজধানীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক সেবন ও বিক্রির অভিযোগে ৪৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সংশ্লিষ্ট থানা পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশ, স্পেশাল আর্মড ফোর্স ও ডগ স্কোয়াডের সম্মিলিত অংশগ্রহণে এ অভিযান পরিচালিত হয়। ডিএমপির ডিসি (মিডিয়া) মো. মাসুদুর রহমান জানান, সোমবার সকাল ৬টা থেকে গতকাল সকাল ৬টা পর্যন্ত মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৩৮ হাজার ৪৭০ পিস ইয়াবা ট্যাবলেট, ৫৩৩ গ্রাম হেরোইন, ১ কেজি ২৭৬ গ্রাম গাঁজা, ৯৭ বোতল ফেনসিডিল ও ১০৫টি নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়। মাদক আইনে তাদের বিরুদ্ধে ৪৪টি মামলা করা হয়েছে।

সর্বশেষ খবর