শুক্রবার, ৮ জুন, ২০১৮ ০০:০০ টা

বাজেট ইতিবাচক, বিনিয়োগের সুযোগ বাড়বে না

বাজেট প্রতিক্রিয়া

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

অর্থমন্ত্রীর প্রদত্ত বাজেট নিয়ে চট্টগ্রামে ব্যবসায়ীদের শীর্ষ দুই সংগঠন পৃথকভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি বলছে, ‘ব্যবসা ও বিনিয়োগবান্ধব বিভিন্ন কর্মকৌশল, দারিদ্র্য বিমোচনসহ সামাজিক সুরক্ষা, অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির ক্ষেত্রে এই বাজেট ইতিবাচক ভূমিকা পালন করবে।’ অন্যদিকে চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিএমসিসিআই) বলছে, ‘করপোরেট ট্যাক্স যথেষ্ট কমানো এবং ব্যাংক ঋণের সুদের হার সিঙ্গেল ডিজিটে আনা জরুরি। বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ বাড়বে না।’ বাজেট প্রতিক্রিয়ায় দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম বলেছেন, ‘জনপ্রশাসনের পরে শিক্ষা ও প্রযুক্তি খাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে, যা দক্ষ মানবসম্পদ উন্নয়নে কাঙ্ক্ষিত অগ্রগতি অর্জনে গুরুত্বপূর্ণ। গৃহনির্মাণে ঋণ প্রদানসহ সামাজিক সুরক্ষা খাতের আওতা সম্প্রসারণ করা হয়েছে। নারী উদ্যোক্তা তহবিল ও নারী উন্নয়নে বিশেষ তহবিলের জন্য বরাদ্দ রাখা হয়েছে, যা অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি অর্জনে সহায়ক হবে। সঞ্চয়পত্র ব্যবস্থাপনার লক্ষ্যে বন্ড মার্কেট উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ, রাজস্ব আদায়, ভ্যাট ব্যবস্থাপনা, আয়কর আইনসহ বিভিন্ন রেগুলেটরি রিফর্ম এসব খাতে উল্লেখযোগ্য পরিবর্তন আনতে পারে। ব্যাংকিং ও আর্থিক প্রতিষ্ঠানে করপোরেট কর হার ২.৫০% হ্রাস করা হয়েছে, যা ইতিবাচক। দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ তৈরি পোশাক উৎপাদন ও রপ্তানিতে নিয়োজিত করদাতার কর হার ১৫%, পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে ১২.৫% এবং সবুজ কারখানার ক্ষেত্রে ১২% এ খাতের উন্নয়নে ভূমিকা রাখবে।’ চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিএমসিসিআই) সভাপতি খলিলুর রহমান বলেছেন, ‘ব্যাংকিং খাতে সরকারের নজরদারি যথেষ্ট নয়। এর ফলে বারবার মূলধন ঘাটতি পূরণে বরাদ্দ রাখা অগ্রহণযোগ্য।’

সর্বশেষ খবর