শুক্রবার, ৮ জুন, ২০১৮ ০০:০০ টা

জি-৭ আউটরিচে যোগ দিতে কানাডা গেলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জি-৭ শীর্ষ সম্মেলনের আউটরিচ সেশনে যোগ দিতে চার দিনের সরকারি সফরে কানাডার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর আমন্ত্রণে প্রধানমন্ত্রী এই সফরে গেলেন। গতকাল সন্ধ্যা সাড়ে ৭টায় এমিরেটসের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন তিনি। দুবাই হয়ে আজ শুক্রবার সকালে প্রধানমন্ত্রীর টরেন্টে পৌঁছানোর কথা। সেখানে দুই ঘণ্টা যাত্রাবিরতির পর তিনি কানাডার প্রাদেশিক শহর কুইবেকে যাবেন। সেখানেই অনুষ্ঠিত হচ্ছে জি-৭ শীর্ষ সম্মেলন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শুক্রবার সন্ধ্যায় কানাডার গভর্নর জেনারেলের দেওয়া নৈশভোজে যোগ দেবেন। কাল শনিবার ম্যানইর রিচেলিউ হোটেলে জি-৭ আউটরিচ নেতাদের কর্মসূচিতে অংশ নেবেন। রবিবার সকালে তিনি কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে বৈঠক করবেন। হজরত শাহজালাল বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী এ কে এম শাহজাহান কামাল, জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম প্রমুখ। এ সময় কেবিনেট সচিব মোহাম্মদ শফিউল আলম, তিন বাহিনীর প্রধানগণ, কূটনৈতিক কোরের ডিন এবং পদস্থ সামরিক বেসামরিক কর্মকর্তারা  উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর