প্রস্তাবিত বাজেটকে গণমুখী এবং জনবান্ধব বলে অভিহিত করেছেন বরিশাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও লঞ্চ মালিক সমিতি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আলহাজ মো. সাইদুর রহমান রিন্টু। প্রস্তাবিত বাজেটে নতুন কোনো করারোপ না করায় ব্যবসায়িক মহল থেকে সরকারকে ধন্যবাদ জানিয়েছেন শিল্পপতি রিন্টু। বাজেটে যোগাযোগ ও পরিবহন খাতকে সর্বাধিক গুরুত্ব দেওয়ায় দারুণ খুশি রিন্টুসহ ব্যবসায়িক মহল। গতকাল বাজেট প্রতিক্রিয়ায় তিনি আরও বলেন, দেশের যোগাযোগ ব্যবস্থা যত উন্নত হবে, ব্যবসা-বাণিজ্যে ততটা গতি আসবে। বরিশাল চেম্বারের সাবেক সভাপতি ও জেলা বিএনপির সভাপতি এবায়েদুল হক চাঁন বলেন, এটা গতানুগতিক এবং নির্বাচনমুখী বাজেট। এই বাজেটে দেশের আপামর জনসাধারণের জন্য বিশেষ কিছু নেই। নির্বাচনী বৈতরণী পার হওয়ার কল্পবিলাসী বাজেট দেওয়া হয়েছে। তার মতে এই বাজেট বাস্তবায়নযোগ্য নয়। বাজেটের বিশাল ঘাটতি পূরণের জন্য সরকার অভ্যন্তরীণ উৎস ব্যাংকিং খাত থেকে ঋণ নিলে ব্যবসায়ীরা কাঙ্ক্ষিত ঋণ পাবেন না। এতে শিল্পোৎপাদন এবং কর্মসংস্থান কমবে। বেকারত্বের হার বাড়লে দেশে অস্থিরতার সৃষ্টি হবে। বরিশাল সরকারি বিএম কলেজের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক মো. আক্তারুজ্জামান বলেন, বিগত সময়ের রাজস্ব আহরণের ধারাবাহিকতায় নতুন রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অনেক চ্যালেঞ্জিং। এটি আদায় করা কঠিন হয়ে যাবে। বাজেটে রাজস্ব আহরণে ঘাটতি হতে পারে বলে আশঙ্কা করেন তিনি।