২০১৮-১৯ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে খুলনার বিভিন্ন রাজনৈতিক দল ও ব্যবসায়ী নেতারা মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। গতকাল বাজেট ঘোষণার পর তাত্ক্ষণিক প্রতিক্রিয়ায় খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি কাজি আমিনুল হক বাজেটকে জনহিতকর, উন্নয়নমুখী, ব্যবসাবান্ধব বলে উল্লেখ করেছেন। এ বাজেটে উন্নয়ন ও বিদ্যুৎ খাতে অধিক বরাদ্দ এবং দেশি ইলেকট্রনিক্স কাঁচামাল, লোহা, ইস্পাত, নির্মাণ খাতের মালামাল, ক্যান্সারের ওষুধ, কম্পিউটার যন্ত্রাংশ ও সফটওয়্যার এবং দেশের পোলট্রি খাতসহ শিশুখাদ্যকে অগ্রাধিকার দিয়ে ঘোষণা করা হয়েছে। ফলে এ বাজেট সাধারণ মানুষের জীবনযাত্রা সহজীকরণ, দারিদ্র্য বিমোচন, ব্যবসা-বাণিজ্য ও শিল্পের প্রসার এবং উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করবে। মহানগরী আওয়ামী লীগের দফতর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ বলেন, সর্বস্তরের মানুষ, ব্যবসায়ীসহ সব মহলের স্বার্থরক্ষা করে এ বাজেট ঘোষণা করা হয়েছে। এ বাজেটের মধ্য দিয়ে প্রমাণ হলো, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে জনগণের স্বার্থই অগ্রাধিকার পায়। তবে বাজেটকে গণবিরোধী আখ্যা দিয়ে জেলা বিএনপির সভাপতি এস এম শফিকুল আলম মনা বলেন, উচ্চাভিলাষী এ বাজেটে জনগণের ওপর করের বোঝা বাড়বে। নির্বাচন সামনে রেখে সরকার একটি উচ্চাভিলাষী বাজেট করেছে। যেসব পণ্যের ভ্যাট কমানো হয়েছে তা কিন্তু সাধারণ মানুষের ব্যবহার্য নয়। এ বাজেটে গরিব আরও গরিব হবে আর কিছু মানুষ আরও বড় লোক হবে।