শুক্রবার, ৮ জুন, ২০১৮ ০০:০০ টা

খালেদার এক মামলায় জামিন

শুনানি রবিবার পর্যন্ত মুলতবি

নিজস্ব প্রতিবেদক

নাশকতার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে কুমিল্লার চৌদ্দগ্রাম থানায় করা এক মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদনের ওপর পরবর্তী শুনানির জন্য আগামী রবিবার দিন ধার্য করেছে হাই কোর্ট। গতকাল রাষ্ট্রপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মো. শওকত হোসেন ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত অবকাশকালীন হাই কোর্ট বেঞ্চ এই দিন ঠিক করে আদেশ দেয়। আদালতে গতকাল খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক। এ সময় খালেদা জিয়ার পক্ষে উপস্থিত ছিলেন ব্যারিস্টার মওদুদ আহমদ, মাহবুব উদ্দিন খোকন, বদরুদ্দোজা বাদল, কায়সার কামাল, এ কে এম এহসানুর রহমান।

শুনানির শুরুতে বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি বলেন, এ বিষয়ে সিনিয়র বেঞ্চ একটি অর্ডার দিয়েছে। ম্যাজিস্ট্রেট আদালতকে আবেদন নিষ্পত্তি করতে বলেছেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর