মঙ্গলবার, ১৯ জুন, ২০১৮ ০০:০০ টা
যাত্রীবাহী ট্রলারডুবি

এখনো মেলেনি ৪ যাত্রীর সন্ধান

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

এখনো মেলেনি ৪ যাত্রীর সন্ধান

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ডিসি লঞ্চঘাট সংলগ্ন কারখানা নদীতে যাত্রীসহ ডুবে যাওয়া ট্রলার এবং নিখোঁজ ৪ যাত্রীকে উদ্ধারে কাজ শুরু করেছে নৌ বাহিনীর ১১ সদস্যের একটি বিশেষজ্ঞ দল। গতকাল সকালে খুলনা থেকে আসা নৌ বাহিনীর একটি দল উদ্ধার কাজে যোগ দিয়েছেন। এর আগে রবিবার সকাল সাড়ে ১১টার দিকে ট্রলার ডুবির পর ফায়ার সার্ভিস ও কোস্টগার্ড ডুবে যাওয়া ট্রলারটির অবস্থান শনাক্ত করে। ওই দুর্ঘটনায় শিশুসহ ৪জন নিখোঁজ হয়।

নিখোঁজরা হলেন- বাকেরগঞ্জ  উপজেলার ফরিদপুর এলাকার ফিরোজ খানের মেয়ে নিলা (১৪), একই এলাকার মো. জামালের ছেলে মো. ইমরান (১৫), একই উপজেলার নলুয়া এলাকার মো. হিরনের    ছেলে মো. রিপন (১৫) ও পার্শ্ববর্তী বাউফল উপজেলার ধুলিয়া এলাকার মো. হারুনের শিশু মেয়ে হাফসা (৪)। নৌ বাহিনীর টিম প্রধান লেফটেনেন্ট মারুফ হোসাইন জানান, নৌ বাহিনীর একটি দল কোস্টগার্ড ও পুলিশের সঙ্গে সমন্বয় করে উদ্ধার তৎপরতা শুরু করেছে। ট্রলারটি অবস্থান শনাক্ত হয়েছে। এখন সেটি উদ্ধারের চেষ্টা চলছে। নদীর স্রোত কমলে নিখোঁজদের উদ্ধারে ডুবুরিরা কাজে নামবে বলে তিনি জানান। গত রবিবার সকাল সাড়ে ১১টার দিকে বাকেরগঞ্জের কারখানা নদীর ভাঙন কবলিত ডিসিঘাট থেকে শিয়ালঘুনি যাওয়ার উদ্দেশে একটি ট্রলারে যাত্রী তোলা হচ্ছিল। আকস্মিক ডিসি ঘাটের বিশাল অংশ ভেঙে নদীতে পড়ে। এতে নদীর ওই অংশে হঠাৎ ঢেউয়ের সৃষ্টি হলে ২০ জন যাত্রী বোঝাই ট্রলারটি ডুবে যায়।  দুর্ঘটনার পর অন্যরা সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও ৪ জন নিখোঁজ হয়।

সর্বশেষ খবর