শুক্রবার, ২২ জুন, ২০১৮ ০০:০০ টা

বরিশালের ২০ রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তি

দুই সমিতির অভ্যন্তরীণ দ্বন্দ্ব

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

ঝালকাঠি জেলা বাস মালিক সমিতি নেতৃবৃন্দের সঙ্গে দ্বন্দ্বের জেরে বরিশাল মহানগরের রূপাতলী বাস মালিক সমিতি অভ্যন্তরীণ ২০ রুটে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘট ডেকেছে। ঈদ মৌসুমে হঠাৎ বাস চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। বরিশাল থেকে ওইসব রুটে সরাসরি বাস চলাচল বন্ধ হলেও ঝালকাঠি বাস মালিক সমিতি পশ্চিমাঞ্চলে বাস চলাচল স্বাভাবিক রেখেছে। রূপাতলী বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কাওসার হোসেন শিপন জানান, ঝালকাঠি বাস মালিক সমিতি কালিজিরা এলাকায় অবৈধভাবে বাসস্ট্যান্ড করেছে। এ নিয়ে দ্বন্দ্ব থাকায় প্রশাসনের মধ্যস্থতায় ঈদের পর রূপাতলী থেকে ঝালকাঠি তথা পশ্চিমাঞ্চল রুটে বরিশাল বাস মালিক সমিতির বাস চলাচলের কথা ছিল। সে মোতাবেক গতকাল সকাল থেকে ঝালকাঠি রুটে বাস ছেড়ে গেলে তাদের বাস চলাচলে বাধা দিয়ে শ্রমিকদের মারধর করেন ঝালকাঠি বাস মালিক সমিতির লোকজন। এর প্রতিবাদে এ ধর্মঘট। বরিশাল থেকে ঝালকাঠির ওপর দিয়ে ৪৬টি বাসের ট্রিপ চলে। অন্যদিকে বরিশাল থেকে কুয়াকাটা সড়ক পথে ঝালকাঠির ওপর দিয়ে ৮ কিলোমিটার সড়ক ব্যবহার করছে বরিশাল বাস মালিক সমিতি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর