বৃহস্পতিবার, ২৮ জুন, ২০১৮ ০০:০০ টা

জাতীয় স্মৃতিসৌধ ও বঙ্গবন্ধুর সমাধিতে সেনাপ্রধান

নিজস্ব প্রতিবেদক

নবনিযুক্ত সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ সাভারে জাতীয় স্মৃতিসৌধ এবং টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন। আইএসপিআর জানায়, গতকাল সকালে সেনাবাহিনী প্রধান সাভারে জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি বীর শহীদদের সম্মানে সালাম প্রদান করেন। এ সময় বিউগলে করুণ সুর বাজানো হয় এবং সেনাবাহিনীর একটি চৌকস দল ‘গার্ড অব অনার’ প্রদান করে। পরে সেনা প্রধান টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় বিউগল বাজানো হয় এবং সেনাবাহিনীর একটি চৌকস দল ‘গার্ড অব অনার’ প্রদান করে। সেনাবাহিনী প্রধান বঙ্গবন্ধুসহ ১৯৭৫ সালের ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।  সাভার প্রতিনিধি জানান, সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ সকাল ৯টায় জাতীয় স্মৃতিসৌধে পৌঁছলে তাকে স্বাগত জানান সাভার নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আকবর হোসেন। শ্রদ্ধা নিবেদন শেষে সেনা প্রধান স্মৃতিসৌধের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। এ সময় তার সঙ্গে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর