শুক্রবার, ২৯ জুন, ২০১৮ ০০:০০ টা

আসামি ‘ধরতে’ যাওয়া পুলিশকে গুলি, আহত ৬

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গ্লামারার পশ্চিম বড়ঘোনা এলাকায় ‘আসামি ধরতে’ গিয়ে পুলিশের সঙ্গে স্থানীয়দের গুলিবিনিময়ে পুলিশ ও আনসারসহ ৬ জন আহত হয়েছেন। গতকাল ভোরে এ ঘটনা ঘটে। আহতদের চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ স্থানীয় জহির (৪৮) ও তার চাচাতো ভাই মইনুকে (৩৮) আটক করেছে বলে জানা যায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গ্লামারার পশ্চিম বড়ঘোনা এলাকায় জহিরকে আটক করতে বাঁশখালী থানা পুলিশ তার বাড়িতে যায়। এ সময় জহিরের বাড়ি থেকে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। পরে জহির ও তার ভাইকে নিয়ে যাওয়ার সময় ওই এলাকার লোকজন জড়ো হয়ে আবার পুলিশের ওপর হামলা করলে পুলিশ-আনসারসহ প্রায় ৬ জন আহত হয়।

আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. মফিজ উদ্দিন বলেন, ‘আসামি ধরতে গেলে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে স্থানীয়রা। এ ঘটনায় বাঁশখালী থানার পরিদর্শক (তদন্ত) শরীফ, এএসআই বিপ্লবসহ ৬ জন আহত হয়েছেন। আনসার সদস্যরা পুলিশের কাজে সহযোগিতা করছিলেন।’

সর্বশেষ খবর