শুক্রবার, ২৯ জুন, ২০১৮ ০০:০০ টা

নাগরিকের নগর গড়তে চান গাজীপুরের নতুন মেয়র

খায়রুল ইসলাম, গাজীপুর

গাজীপুর সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র মো. জাহাঙ্গীর আলম মহানগরীর দলমতনির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষকে নিয়ে একটি সুন্দর নগরী গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। সেই লক্ষ্যে সবার সহযোগিতা কামনা করেছেন। গতকাল মহানগরীর ৫৭টি ওয়ার্ডের ৪২৫টি কেন্দ্র কমিটির প্রতিনিধিদের অভিনন্দন গ্রহণের সময় বক্তব্যে এ প্রত্যয় ব্যক্ত করেন তিনি। জাহাঙ্গীর আলম বলেন, তিনি নিজে গিয়ে ৫৭টি ওয়ার্ডেই সর্বস্তরের মানুষের সঙ্গে সাক্ষাৎ করবেন। নেতৃবৃন্দ ও সুশীলসমাজের সঙ্গে মতবিনিময় করবেন। নতুন মেয়র বলেন, বছরের পর বছর নগরীর মানুষ নাগরিক সুবিধা বঞ্চিত হয়ে কষ্ট করছেন। এসব থেকে কীভাবে মুক্ত করা যায়, সবাইকে একটি স্বচ্ছন্দ জীবন দেওয়া যায় সেজন্য আমরা চেষ্টা করব। সবাইকে নিয়েই এটা করব। জাহাঙ্গীর আলম বলেন, একটি পরিকল্পিত নগরী গড়ার জন্য যা যা প্রয়োজন সব তিনি প্রস্তুত করেছেন। আওয়ামী লীগ, জাতীয় পার্টি, বিএনপি, জাসদসহ যত দল আছে, যারা যে পেশার সঙ্গে আছে, সবার সঙ্গে আলোচনা করব। সবার সঙ্গে আলোচনা করে সিটি করপোরেশনের মাধ্যমে বাস্তবায়ন করতে চাই। তিনি নেতৃবৃন্দের উদ্দেশে বলেন, জয় হচ্ছে আল্লাহর নির্ধারিত। মানুষ হচ্ছে অসিলা। তিনি কোনো বিজয় মিছিল করেননি। নগরবাসী দায়িত্ব দিয়েছে। সেভাবে কাজটা করতে হবে। তিনি বলেন, কে কোন দল সেটা বড় কথা নয়। সবার সঙ্গে সুসম্পর্ক চাই। নগরীর মানুষ সবাইকে নিরাপদে রাখতে হবে। সবাইকে নিয়েই আমরা নগরী গড়তে চাই।

যে চ্যালেঞ্জ নিয়েছি মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতা নিয়ে তা বাস্তবায়ন করতে চাই।

সর্বশেষ খবর