শুক্রবার, ২৯ জুন, ২০১৮ ০০:০০ টা

ক্লিনার থেকে কোটিপতি জয়নাল গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

বিমানবন্দরের ক্লিনার থেকে কোটিপতি বনে যাওয়া জয়নালকে (৫২) গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (উত্তর বিভাগ)। একই সঙ্গে তার স্ত্রী নাজমা বেগমকেও (৩৮) গ্রেফতার করা হয়েছে। জয়নালের কাছ থেকে এ সময় ৪৮০ গ্রাম বাদামী রঙের পাউডার (কথিত হেরোইন) এবং ১২০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। গত বুধবার রাতে রাজধানীর তুরাগের বাউনিয়া বটতলা এলাকা থেকে তাদের এই মাদকসহ গ্রেফতার করা হয়। জানা গেছে, বিমানবন্দরের পাশেই ক্লিনার থেকে কোটিপতি হওয়া জয়নালের রয়েছে বেশ কিছু আবাদি জমি, চিংড়ির ঘের ও কয়েকটি বাড়িসহ অনেক সম্পদ। গোয়েন্দা পুলিশ সূত্র জানায়, বাউনিয়ার বটতলাতে বেড়ে ওঠেন জয়নাল। তার বাবা কুদরত আলী আগে কুলি মজুরের কাজ করতেন। এখন তিনিও ওই এলাকার নামকরা ব্যবসায়ী। জয়নালও কুলি মজুরের কাজ করছিলেন। এক পর্যায়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ক্লিনারের চাকরি নেন। কিন্তু চোরাচালানসহ নানা অভিযোগে ২০০৩ সালে চাকরিচ্যুত হন তিনি। ওই বছরই রুবেল নামে এক মাদক ব্যবসায়ীর সঙ্গে তার পরিচয় হয়। তার সঙ্গেই জয়নাল নেমে পড়েন মাদক সাম্রাজ্যে। প্রথমদিকে একটা-দুইটা করে ফেনসিডিল বিক্রি করতেন তিনি। এ ব্যবসায় মৃনাল ও ফারুক নামে দুই যুবক তাকে সহযোগিতা করেন। ২০০৬ সালের পর থেকেই পুরোদমে তিনি ইয়াবা ব্যবসায় নামেন। এতে তার প্রতি মাসে লাখ লাখ টাকা আয় হতে থাকে। এ অবস্থায় এলাকায় একের পর এক সম্পদ গড়তে থাকেন জয়নাল ও তার সহযোগীরা। সূত্র আরও জানায়, এরা কক্সবাজার থেকে নানা কৌশলে ৪২০ টাকায় প্রতিপিস ইয়াবা কিনে ঢাকায় এনে ৫৫০ টাকায় বিক্রি করতেন। ঢাকায় ইয়াবা সরবরাহ কাজে জয়নালকে সহায়তা করতেন রফিক ও আমান। জয়নালের ২ ছেলে ও ১ মেয়ের মধ্যে দুই ছেলেই ইয়াবা ব্যবসার সঙ্গে সম্পৃক্ত।

সর্বশেষ খবর