শিরোনাম
শুক্রবার, ২৯ জুন, ২০১৮ ০০:০০ টা

মিরপুরে ডেসকোর গণশুনানি

নিজস্ব প্রতিবেদক

বস্তিবাসীর জন্য কম দামে বিদ্যুতের ব্যবস্থা, প্রি-পেইড মিটার সম্পর্কে গ্রাহকদের সচেতন করা এবং গ্রাহকদের মিটারবোর্ডের কার্ডে অভিযোগ জানানোর জন্য নম্বরসহ স্টিকার লাগানোর সুপারিশ করেছেন মিরপুরের বিদ্যুৎ গ্রাহকরা। রাজধানীর মিরপুর-২ নম্বরে অবস্থিত ন্যাশনাল বাংলা উচ্চবিদ্যালয়ে গতকাল ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানির (ডেসকো) আয়োজনে এক মতবিনিময় ও গণশুনানি অনুষ্ঠিত হয়। মিরপুরের ছয়টি এলাকার ডেসকোর কয়েকশ গ্রাহক এই গণশুনানিতে এসে মঞ্চে দাঁড়িয়ে এবং নির্দিষ্ট ফরমে তাদের অভিযোগ ও পরামর্শ উপস্থাপন করেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর