রবিবার, ১ জুলাই, ২০১৮ ০০:০০ টা

আবু নাসের হাসপাতালে পাঁচ কোটি টাকা আত্মসাৎ

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনার শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের আউটসোর্সিং কর্মচারীদের বেতনের ৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে।

ভুক্তভোগীরা জানান, প্রায় আট বছর ধরে হাসপাতালের ১২৫ জন কর্মচারীর বেতন ও বোনাসের পুরো টাকা না দিয়ে তা নিজেদের পকেটস্থ করেছে প্রতিষ্ঠানটি। এ ব্যাপারে গতকাল ঠিকাদারি প্রতিষ্ঠান টিফোরএস ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডের এই অনিয়মের প্রতিবাদ জানিয়ে খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে খুলনা উন্নয়ন ফোরাম ও আউটসোর্সিং কর্মচারী কল্যাণ সংস্থা। এ সংস্থার সভাপতি আপেল মাহমুদ জানান, বেতল স্কেল নীতিমালা অনুযায়ী তাদের বেতন ১৬ হাজার ১১৫ টাকা হলেও প্রতি মাসে সাড়ে ৩ থেকে ৪ হাজার টাকা দেওয়া হচ্ছে। এতে পরিবার-পরিজন নিয়ে তারা মানবেতর জীবনযাপন করছেন। বেতনের ন্যায্য দাবি করলে চাকরি থেকে বের করে দেওয়ার হুমকি দেওয়া হয়। খুলনা উন্নয়ন ফোরামের চেয়ারম্যান শরীফ শফিকুল হামিদ চন্দন বলেন, নিয়োগের সময় ভবিষ্যতে এসব কর্মচারীর চাকরি স্থায়ীকরণের কথা বলা হলেও দীর্ঘদিনেও তা করা হয়নি। তিনি বলেন, কর্মচারীদের পূর্ণাঙ্গ বেতন-বোনাসের পাশাপাশি আত্মসাতের ৫ কোটি টাকা ফেরতের দাবি জানানো হয়েছে। কর্মচারীদের প্রাপ্য টাকা ফেরত না দিলে ওই ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সন্ত্রাসী হামলা : এদিকে এই সংবাদ সম্মেলন শেষে হাসপাতালে ফিরলে আউটসোর্সিং কর্মচারীদের পিটিয়ে জখম করেছে সন্ত্রাসীরা।

সর্বশেষ খবর