রবিবার, ১ জুলাই, ২০১৮ ০০:০০ টা

যানজট নিরসনে প্রয়োজন ফ্লাইওভারের সঠিক ব্যবস্থাপনা

কালের কণ্ঠ-ওরিয়ন গ্রুপ গোলটেবিল

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে যানজট নিরসনে ভূমিকা রাখছে ছয়টি ফ্লাইওভার। কিন্তু সাম্প্রতিক সময়ে ফ্লাইওভারের ওঠানামার জায়গাগুলোয় তৈরি হচ্ছে যানজট, পানি জমছে ফ্লাইওভারে, দখল হয়ে যাচ্ছে নিচের জায়গা। তাই ঢাকা শহরকে সচল রাখতে ফ্লাইওভারের সঠিক ব্যবস্থাপনা জরুরি। গতকাল কালের কণ্ঠ-ওরিয়ন গ্রুপের আয়োজনে ‘ঢাকা বাঁচাতে ফ্লাইওভারের গুরুত্ব’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন বক্তারা। ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ কনফারেন্স কক্ষে এ গোলটেবিলের আয়োজন করা হয়। কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান। অনুষ্ঠানে অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা যানবাহন সমন্বয় কর্তৃপক্ষের সাবেক নির্বাহী পরিচালক ড. এস এম সালেহ উদ্দিন, সড়ক পরিবহন বিভাগের অতিরিক্ত সচিব সফিকুল ইসলাম, ঢাকা যানবাহন সমন্বয় কর্তৃপক্ষের পরিবহন প্রকৌশলী (উপসচিব) আনিসুর রহমান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী সৈয়দ কুদরতউল্লাহ, সড়ক ও জনপথ বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. সবুজ উদ্দিন খান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নগর পরিকল্পনাবিদ মো. সিরাজুল ইসলাম, পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশের পরিচালক ড. সারওয়ার জাহান, ট্রাফিক দক্ষিণ বিভাগের যুগ্ম পুলিশ কমিশনার মফিজ উদ্দিন আহমেদ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক কাজী মো. সাইফুন নেওয়াজ, ওরিয়ন গ্রুপের ভাইস প্রেসিডেন্ট মো. শাহজাহান আলী পাটোয়ারী, কোম্পানি সচিব মো. ফেরদৌস জামান, ভিনাইল ওয়ার্ল্ড গ্রুপের সিইও মো. আবেদ মনসুর, তমা কনস্ট্রাকশন অ্যান্ড কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহা. আতাউর রহমান ভূঁইয়া মানিক, আবদুল মোনেম গ্রুপের পরিচালক আবিদ হাবিব এবং যাত্রীকল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী। গোলটেবিলে স্বাগত বক্তব্য দেন কালের কণ্ঠের নির্বাহী সম্পাদক মোস্তফা কামাল। ফ্লাইওভার বিষয়ে গোলটেবিলে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেন, ‘ফ্লাইওভারের সুবিধা আমরা সবাই ভোগ করছি। কিন্তু এর নিচের জায়গা দখল করে নরক বানিয়ে ফেলা হচ্ছে। দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলোকে এসব দখলদার ঠেকাতে উদ্যোগ নিতে হবে। রাজধানীর যানজট নিরসনে শুধু সড়কপথ নয়, নৌপথ এবং রেলপথকেও গুরুত্ব দিতে হবে।’ তিনি বলেন, ঢাকায় মানুষ আসা ঠেকানো যাবে না।

তাই রাজধানীর গুরুত্বপূর্ণ অফিস, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে বিকেন্দ্রীকরণ করতে হবে। পরিবহনব্যবস্থার উন্নয়নে টাকা কোনো সমস্যা নয়। কোটি কোটি টাকার প্রকল্প প্রতি সপ্তাহে অনুমোদন পায়। কোথাও কোনো কার্পণ্য করা হয় না। পরিবহনব্যবস্থার উন্নয়নে প্রয়োজন সঠিক পরিকল্পনা, নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়ন ও রক্ষণাবেক্ষণ। সমন্বয়হীনতা যে কোনো উদ্যোগকে ভেস্তে দেওয়ার বড় কারণ বলে অভিযোগ করেন তিনি। অনুষ্ঠানে সড়ক পরিবহনের সমস্যা ও সমাধান বিষয়ে পরিকল্পনা তুলে ধরেন বুয়েটের দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক কাজী মো. সাইফুন নেওয়াজ। অনুষ্ঠান শেষে কালের কণ্ঠের পক্ষ থেকে অতিথিদের সম্মাননা তুলে দেওয়া হয়।

সর্বশেষ খবর