মঙ্গলবার, ৩ জুলাই, ২০১৮ ০০:০০ টা

সিলেটে ১৮ বরিশালে ৪ রাজশাহীতে ২ জনের মনোনয়নপত্র বাতিল

নিজস্ব প্রতিবেদক, সিলেট, বরিশাল ও রাজশাহী

সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে তিন মেয়র প্রার্থীসহ ১৮ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। তাদের মধ্যে রয়েছেন ৩ জন মেয়র প্রার্থী, ৮ জন সাধারণ কাউন্সিলর পদপ্রার্থী এবং ৭ জন সংরক্ষিত কাউন্সিলর পদপ্রার্থী। সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও সিলেট সিটি নির্বাচনের রিটার্নিং অফিসার মো. আলীমুজ্জামান এ তথ্য জানিয়েছেন। গতকাল মেয়র পদপ্রার্থীদের মনোনয়নপত্র বাছাই করা হয়। এ সময় স্বতন্ত্র মেয়র প্রার্থী এহসানুল হক তাহের, মুক্তাদির আহমদ তাপাদার ও কাজী জসিমের মনোনয়নপত্র বাতিল করা হয়। মনোনয়নপত্রের সঙ্গে জমা দেয়া ৩০০ ভোটারের নাম-ঠিকানা ও ভোটার নম্বরের মিল না থাকায় তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কর্মকর্তা। আওয়ামী লীগের মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান, বিএনপির মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী, বিএনপির বিদ্রোহী প্রার্থী বদরুজ্জামান সেলিম (স্বতন্ত্র), ইসলামী আন্দোলনের প্রাথী ডা. মোয়াজ্জেম হোসেন, জামায়াতের প্রার্থী এহসানুল মাহবুব জুবায়ের (স্বতন্ত্র) এবং সিপিবি বাসদের প্রার্থী আবু জাফরের মনোনয়নপত্র বৈধ বলে গৃহীত হয়েছে।

একই দিন বিভিন্ন সমস্যা থাকায় নগরীর ২৫নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আশিক আহমেদ, সংরক্ষিত ৭নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী শিবানী দেব রায়, ক্ষমা রাণী দে, ৮নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী শারমিন আক্তার ও ৯নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আছমা বেগমের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এর আগে গত রবিবার ৭ জন সাধারণ কাউন্সিলর প্রার্থী এবং ৩ জন সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়। বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জমা দেওয়া মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। গত দুই দিনব্যাপী বাছাইয়ে ২ মেয়র প্রার্থী এবং ২ কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। নির্বাচনের মাঠে এখন মেয়র পদে ৬ জন, সংরক্ষিত কাউন্সিলর পদে ৩৮ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ১১১ জন রইল। বাছাইয়ের প্রথম দিন রবিবার ৮ জন মেয়র প্রার্থীর মনোনয়ন বাছাই হয়। ঢাকার রমনা শাখা সোনালী ব্যাংকে ঋণখেলাপি থাকায় জাতীয় পার্টির মেয়র প্রার্থী ইকবাল হোসেন তাপসের এবং সমর্থক ভোটারদের একজনের অস্তিত্ব না পাওয়ায় জাতীয় পার্টির বিদ্রোহী (স্বতন্ত্র) মেয়র প্রার্থী বশির আহম্মেদ ঝুনুর মনোনয়ন বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। গতকাল দ্বিতীয় দিন ঋণখেলাপি থাকায় নগরীর ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সৈয়দ জামাল হোসেন নোমানের এবং খেলাপি ঋণ ও তথ্যে ভুল থাকায় ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সুমন হালদারের মনোনয়ন বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। বরিশাল সিটি নির্বাচনে অংশ নিতে মেয়র পদে ৮ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ১১৩ জন ও সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে ৩৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এদিকে রাজশাহী সিটি করপোরেশনের দুই ঠিকাদারের মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং অফিসার। তারা দুজন কাউন্সিলর পদে মনোনয়নপত্র দাখিল করেছিল। এরা হলেন, নগরীর ১৮ নম্বর ওয়ার্ডের জিল্লুর রহমান ও ৩০ নম্বর ওয়ার্ডের আছিব হাসান। সিটি করপোরেশন নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার আতিয়ার রহমান জানান, রাজশাহীতে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের দ্বিতীয় দিন গতকাল ১৫টি সাধারণ ও ১০টি সংরক্ষিত মহিলা ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। এতে সিটি করপোরেশনের ঠিকাদার হওয়ায় দুজন কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। একই সঙ্গে ১৬৯ জনের মধ্যে ১৬৭ জন সাধারণ কাউন্সিলরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর