মঙ্গলবার, ৩ জুলাই, ২০১৮ ০০:০০ টা

অর্থবছরের শুরুতে বড় দরপতন

শেয়ারবাজার

নিজস্ব প্রতিবেদক

বড় দরপতনের মধ্যে শেষ হলো অর্থবছরের প্রথম দিনের লেনদেন। গতকাল উভয় শেয়ারবাজারের সব সূচক কমেছে। একই সঙ্গে কমেছে হাতবদল হওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারদর। টাকার পরিমাণে লেনদেনও আগের দিনের চেয়ে কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে ৭৮৪ কোটি ৭৫ লাখ টাকার; যা আগের দিনের চেয়ে ১৭ কোটি কম। আগের দিন লেনদেন হয়েছিল ৮০১ কোটি টাকার। অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হয়েছে ৪২ কোটি ৬০ লাখ টাকার; যা আগের দিনের চেয়ে ১৩৬ কোটি টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ১৭৮ কোটি টাকার। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৮৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫৩২২ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১৬ ও ডিএসই-৩০ সূচক ৪৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১২৪৭ ও ১৯১৫ পয়েন্টে। আর সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৬৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৬৩৮৯ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে সিএসই-৫০ সূচক ১৭, সিএসই-৩০ সূচক ২৬৬, সিএসসিএক্স ১০১ এবং সিএসআই ১১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১২১৩, ১৪৮২৬, ৯৯০৭ ও ১১০৯ পয়েন্টে। ডিএসইতে হাতবদল হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে শেয়ারদর বেড়েছে ১০৬টির, কমেছে ২০৬টি ও অপরিবর্তিত থাকে ৩০টির দর। আর সিএসইতে হাতবদল হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে শেয়ারদর বেড়েছে ৮৬টির, কমেছে ১২৪টির ও অপরিবর্তিত থাকে ২১টির দর।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর