মঙ্গলবার, ৩ জুলাই, ২০১৮ ০০:০০ টা

প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক রেখেই কাজ করছে বিজিবি : ডিজি

বেনাপোল প্রতিনিধি

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম এনডিসি, পিএসসি বলেছেন, প্রতিবেশী ভারত ও মিয়ানমারের সঙ্গে আমাদের সুসম্পর্ক রয়েছে। তাদের সঙ্গে সমন্বিতভাবে সীমান্তে চোরাচালানসহ সব ধরনের অপরাধ দমনে কাজ করে যাচ্ছি। গতকাল বেনাপোলের পুটখালী সীমান্তে ‘বর্ডার সার্ভেইল্যান্স অ্যান্ড রেসপন্স সিস্টেম’ টাওয়ার পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন। বিজিবি মহাপরিচালক বলেন, প্রথমবারের মতো ‘বর্ডার সার্ভেইল্যান্স অ্যান্ড রেসপন্স সিস্টেম’ বাস্তবায়নের ফলে সীমান্ত সুরক্ষায় নতুন দিগন্তের সূচনা হবে। সীমান্তে সর্বাধুনিক প্রযুক্তির সাহায্যে সব ধরনের চোরাচালান ও অপরাধ প্রতিরোধে এ ব্যবস্থা কার্যকর ভূমিকা রাখবে। জানা গেছে, বর্ডার সার্ভেইল্যান্স অ্যান্ড রেসপন্স সিস্টেম’ বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশের সঙ্গে ভারত ও মিয়ানমারের সীমান্তবর্তী ৩৯৯ কিলোমিটার এলাকা ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। স্পর্শকাতর ওই এলাকাজুড়ে বিজিবির নজরদারি নিশ্চিত করতে সর্বাধুনিক প্রযুক্তির ‘বর্ডার সার্ভেইল্যান্স অ্যান্ড রেসপন্স সিস্টেম’ টাওয়ার স্থাপনের উদ্যোগ নেওয়া হয়।

এর মধ্যে রয়েছে থারমাল ক্যামেরা, ভিডিও ক্যামেরা, রাডার, সেন্সরযুক্ত বিভিন্ন যন্ত্র ও সমন্বিত যোগাযোগ নেটওয়ার্ক।

সর্বশেষ খবর