মঙ্গলবার, ৩ জুলাই, ২০১৮ ০০:০০ টা

কে হচ্ছেন বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান

আহমেদ আল আমীন

বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনের পর সংস্থাটির ভাইস চেয়ারম্যান পদের নির্বাচন নিয়ে গত কয়েকদিন ধরে আইন অঙ্গনে জোর আলোচনা চলছে। সরকার সমর্থকরা নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর এ আলোচনা শুরু হয়েছে। চলতি মাসেই ভাইস চেয়ারম্যান পদের নির্বাচন হওয়ার কথা রয়েছে। পদটি নিয়ে আইনজীবী মহলে গুঞ্জন থাকলেও আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তই চূড়ান্ত বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। জানা গেছে, সদ্য সমাপ্ত নির্বাচনে বিজয়ী তিনজন সদস্য বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান পদের জন্য আলোচনায় রয়েছেন। তাদের মধ্যে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে সভাপতি-সম্পাদকসহ বিভিন্ন পদে নির্বাচিত বাসেত মজুমদার বার কাউন্সিলে একাধিকবার সদস্য নির্বাচিত হয়েছেন। গতবারের মতো এবারও বার কাউন্সিলে সর্বোচ্চ ভোট পেয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের এ সদস্য। বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান পদে আরও আলোচনায় আছেন অ্যাডভোকেট সৈয়দ রেজাউর রহমান। ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি রেজাউর রহমান যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালেরও প্রসিকিউটর। তিনিও কাউন্সিলে একাধিকবারের নির্বাচিত সদস্য। সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজী ইউসুফ হোসেন হুমায়ুনও এক্ষেত্রে আলোচনায় আছেন। তিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের এই সদস্য দলের সাবেক প্রেসিডিয়াম সদস্য। এবারের ভোটে সৈয়দ রেজাউর রহমান চতুর্থ এবং ইউসুফ হোসেন হুমায়ুন পঞ্চম হন। আইনজীবীরা জানান, বার কাউন্সিলের গত নির্বাচনে সর্বোচ্চ ভোটপ্রাপ্ত বাসেত মজুমদার ভাইস চেয়ারম্যান হয়ে আইনজীবীদের বেনেভোলেন্ট ফান্ডে টাকা বৃদ্ধিসহ বিভিন্ন কাজ করেছেন। তিনি বার কাউন্সিলের জন্য ১৫ তলা ভবন নির্মাণেরও উদ্যোগ নেন। সম্প্রতি একনেকে ভবনটির অনুমোদন হয়েছে। নির্বাচনের সময় সরকার সমর্থক প্যানেলের প্রচারণায়ও ছিল ভবনের বিষয়টি। তাই ভবন নির্মাণ তার হাত ধরেই শেষ করা উচিত। আইনজীবীদের কল্যাণে গৃহীত তার বিভিন্ন উদ্যোগের ধারাবাহিকতা ধরে রাখতে তাকেই ভাইস চেয়ারম্যান করার দাবি অনেকের। আবদুল বাসেত মজুমদার বলেন, সারা জীবন আইনজীবীদের জন্য কাজ করেছি। দুইবার সর্বাধিক ভোটে বার কাউন্সিলে নির্বাচিত হয়েছি। আমি আশাবাদী যে, এবারও ভাইস চেয়ারম্যান পদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে মনোনীত করবেন। ইউসুফ হোসেন হুমায়ুন বলেন, ভাইস চেয়ারম্যান কে হবেন তা বলা কঠিন। শিগগিরই কাউন্সিলের নতুন কমিটির সভায় ভাইস চেয়ারম্যান পদের নির্বাচন হবে। দেখা যাক কী হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর