মঙ্গলবার, ৩ জুলাই, ২০১৮ ০০:০০ টা

কামরানের বিরুদ্ধে আরিফের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানের বিরুদ্ধে অভিযোগ করেছেন বিএনপির মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী। গতকাল সকালে নির্বাচনের রিটার্নিং অফিসারের কাছে আরিফের পক্ষে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ আচরণবিধি লঙ্ঘনের এই অভিযোগ করেন। অভিযোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করে বিএনপি নেতা আলী আহমদ বলেন, আমরা চাই নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড যেন থাকে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে আমরা আহ্বান জানিয়েছি। অভিযোগে লেখা হয়েছে, ‘আসন্ন সিলেট সিটি নির্বাচনের তফসিল ঘোষণা হলেও যেহেতু এখনো প্রার্থীদের প্রতীক বরাদ্দ হয়নি, তাই নির্বাচনের বিধি অনুযায়ী কেউই প্রচারণায় অংশগ্রহণ করতে পারেন না। কিন্তু আমরা লক্ষ্য করছি, সরকার দলীয় মেয়র পদপ্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান ও তার পক্ষে তারই স্ত্রী আসমা কামরান এবং যুবলীগ ও ছাত্রলীগ কর্মীদের নিয়ে মেয়র প্রার্থী বদর উদ্দীন আহমদ কামরানের ছেলে আরমান আহমদ শিপলু নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করে লিফলেট বিতরণসহ প্রচারণা চালাচ্ছেন। যা নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন।’

অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, ‘নির্বাচনের প্রথম ও প্রধান শর্ত যেখানে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা, সেখানে নির্বাচন কমিশনের নির্লিপ্ততা নিরপেক্ষ নির্বাচনের জন্য হুমকি হয়ে যাচ্ছে।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর