মঙ্গলবার, ৩ জুলাই, ২০১৮ ০০:০০ টা

কারাদণ্ডের বিধান রেখে বালাইনাশক বিল পাস

নিজস্ব প্রতিবেদক

মানহীন বালাইনাশক বিক্রি ও মিথ্যা ওয়ারেন্টির জন্য এক লাখ টাকা জরিমানা ও এক বছরের কারাদণ্ডের বিধান রেখে বালাইনাশক (পেস্টিসাইড) বিল পাস করেছে জাতীয় সংসদ। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের ২১তম অধিবেশনে গতকাল বিলটি কণ্ঠভোটে পাস হয়। বিলটি পাস করার প্রস্তাব করেন কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী। এর আগে বিলের ওপর আনা জনমত যাচাই ও বাছাই কমিটিতে প্রেরণের প্রস্তাব কণ্ঠভোটে নাকচ হয়ে যায়। বিলে বলা হয়েছে, নিবন্ধন ছাড়া বালাইনাশক আমদানি, উৎপাদন, তৈরি, মজুদ, মোড়কজাতকরণ, বিক্রীয়, বাণিজ্যিকভিত্তিতে কীটপতঙ্গ নিয়ন্ত্রণ করার পদ্ধতি এবং বিজ্ঞাপন প্রচার করা যাবে না। মানহীন, ভেজাল ও মানবদেহের জন্য ক্ষতিকর বালাইনাশক বিক্রি ও মজুদ করা হলে নিবন্ধন বাতিলসহ এক বছরের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। একই অপরাধ পুনরায় করলে দুই লাখ টাকা জরিমানা ও দুই বছরের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে।

সর্বশেষ খবর