শনিবার, ১৪ জুলাই, ২০১৮ ০০:০০ টা

‘যারা ধর্মের নামে বিভ্রান্তি সৃষ্টি করে তারা শত্রু’

নিজস্ব প্রতিবেদক

‘ইমামে আজম কনফারেন্সে’ বক্তারা বলেছেন, ইসলাম শান্তি ও মানবতার ধর্ম। ইসলামে জঙ্গিবাদের স্থান নেই। যারা ধর্মের নামে মুসলমানের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে আসছে তারা দেশ ও জাতির শত্রু। তারা বলেন, যারা বাংলাদেশে বসবাস করে দেশের পতাকা, ভাষা দিবস, স্বাধীনতা দিবস ও মুক্তিযোদ্ধাদের সম্মান করে না তাদের চিহ্নিত করতে হবে। গতকাল রাজধানীর বিএমএ অডিটোরিয়ামে ‘ইমামে আজম ও আলা হজরত গবেষণা পরিষদ’ আয়োজিত আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন। পীর শাহ্ আহসানুজ্জামানের সভাপতিত্বে উপাধ্যক্ষ মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হকের সঞ্চালনায় বক্তব্য দেন আল্লামা কাফিল উদ্দীন সরকার সালেহী, আল্লামা আবু সুফিয়ান আল-আবেদী, ড. মাওলানা জাফর উল্লাহ্, মাওলানা আ ন ম মাসউদ হোসাইন আল-কাদেরী, শহিদ ওসমান গনি, মুহাম্মদ আবদুল হাকিম, ড. এরশাদ আহমদ আল-বোখারী, ড. মুহাম্মদ আবুল হোসেন, মাওলানা মুফতি মাহমুদুল হাসান, মাওলানা মুফতি জসিম উদ্দীন আযহারী, মুফতি আবুল হাসান মুহাম্মদ ওমায়ের প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর