মঙ্গলবার, ১৭ জুলাই, ২০১৮ ০০:০০ টা
সিলেট
সিটি নির্বাচন

নেতাদের প্রচারণায় নতুন মাত্রা

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে মেয়র পদে জয় পেতে মরিয়া আওয়ামী লীগ-বিএনপি। এজন্য প্রচার-প্রচারণায় দল দুটি সর্বশক্তি নিয়ে মাঠে নেমেছে। নিজেদের জয়ের পাল্লা ভারী করতে আওয়ামী লীগ ও বিএনপির কেন্দ্রীয় নেতারা নেমেছেন নির্বাচনী ময়দানে। এতে উভয় দলের স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে এসেছে উত্ফুল্ল ভাব। যোগ হয়েছে নতুনমাত্রা। গত ১০ জুলাই প্রতীক বরাদ্দ পেয়েই জোরেশোরে মাঠে নামেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী বদরউদ্দিন আহমদ কামরান ও বিএনপি প্রার্থী আরিফুল হক চৌধুরী। জেলা ও মহানগর পর্যায়ের নেতাদের নিয়ে শুরু হয় তাদের প্রচারণা। কয়েক দিনে প্রচারণায় যোগ দিয়েছেন দল দুটির কেন্দ্রীয় নেতারা।

সিসিকের তৃতীয় নির্বাচনে পরাজিত হওয়ায় এবারের নির্বাচন আওয়ামী লীগের জন্য পুনরুদ্ধার মিশন। গত তিন নির্বাচনের মধ্যে প্রথম দুবার মেয়র হওয়া মহানগর আওয়ামী লীগ সভাপতি বদরউদ্দিন আহমদ কামরান এবারও জয় চান। কামরানকে বিজয়ী করতে মাঠে নেমেছেন কেন্দ্রীয় নেতারা। গত সপ্তাহে সিলেটে নেতা-কর্মীদের নিয়ে বর্ধিত সভা করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। গত ১১ জুলাই সিলেট সফর করেন বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র সংসদ সদস্য শেখ হেলাল। তিনি দলীয় নেতা-কর্মীদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করে বিভিন্ন দিকনির্দেশনা দেন। এদিকে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য আরিফুল হক চৌধুরীর পক্ষে কেন্দ্রীয় নেতারা মাঠে রয়েছেন। টানা দ্বিতীয় মেয়াদে আরিফকে নগর ভবনে রাখতে বিএনপি নেতারা তৎপর। আরিফের পক্ষে কয়েক দিন ধরে টানা প্রচারণা চালাচ্ছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদির, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন ও কেন্দ্রীয় সহ-সম্পাদক আবদুর রাজ্জাক।

এ ছাড়া প্রচারণায় আছেন কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন, দিলদার হোসেন সেলিম, শ্রমিক দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি মাহবুবুল হক চৌধুরী প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর