মঙ্গলবার, ১৭ জুলাই, ২০১৮ ০০:০০ টা

স্বপ্ন দেখাচ্ছে চট্টগ্রামের নতুন হাইটেক পার্ক

রেজা মুজাম্মেল, চট্টগ্রাম

স্বপ্ন দেখাচ্ছে চট্টগ্রামের নতুন হাইটেক পার্ক

চট্টগ্রামের এই সিঙ্গাপুর ব্যাংকক মার্কেট সংস্কার করেই নির্মাণ হবে হাইটেক পার্ক —বাংলাদেশ প্রতিদিন

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মালিকানাধীন সিঙ্গাপুর-ব্যাংকক মার্কেটে হচ্ছে ‘সফটওয়্যার অ্যান্ড টেকনোলজি পার্ক’ বা হাইটেক পার্ক। এটি হবে দেশের অন্যতম বৃহত্তম আইটি ভিলেজ। আইটি ব্যবসায়ীদের জন্য প্রতিটি ফ্লোরের করিডোরের একটি অংশে থাকছে বিনামূল্যে ব্যবহারের সুবিধা। বিশ্ব ব্যাংকের অর্থায়ন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) মন্ত্রণালয়ের বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের উদ্যোগে প্রকল্পটি বাস্তবায়ন করবে চসিক। আগামীকাল দুপুরে নগরের রেডিসান ব্লুতে চসিক ও বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে।  জানা যায়, বিশ্ব ব্যাংকের প্রায় ৩০ কোটি টাকা অর্থায়নে চসিকের সিঙ্গাপুর-ব্যাংকক মার্কেটের ৬ষ্ঠ থেকে ১০ তলা পর্যন্ত ভবনে এই আইটি ভিলেজ গড়ে তোলা হবে। পাঁচ তলায় মোট ১ লাখ বর্গফুটের প্রতিটি ফ্লোর হবে ২০ হাজার বর্গফুট আয়তনের। গত বছরের ১৩ সেপ্টেম্বর আইসিটি মন্ত্রণালয় ও বিশ্ব ব্যাংকের একটি প্রতিনিধিদল সিঙ্গাপুর-ব্যাংকক পরিদর্শন করে ভবনটির জায়গা, অবকাঠামো, ফাউন্ডেশন বিষয়ে ইতিবাচক মতামত দেন।

চসিক সূত্রে জানা যায়, ১০ তলার পূর্ণাঙ্গ বাণিজ্যিক ভবনের মধ্যে উপরের পাঁচ তলায় হবে হাইটেক পার্ক। পঞ্চম তলায় হবে ফুড জোন, সিনেপেক্স-থিয়েটার ও কিডস জোন। ৬ষ্ঠ থেকে ১০ম তলা পর্যন্ত প্রতিটি ২০ হাজার বর্গফুটের ফ্লোরে গড়ে উঠবে হাইটেক পার্ক। থাকবে পৃথক দুইটি লিফট। পুরো ভবনটি হবে শীতাতপ নিয়ন্ত্রিত। বর্তমানে সিঙ্গাপুর-ব্যাংকক মার্কেটের চার তলা পযর্ন্ত আছে ৩০৪ টি দোকান।

চসিকের নির্বাহী প্রকৌশলী আবু তৈয়ব বলেন, ‘আন্তর্জাতিকমানের স্বয়ংসম্পূর্ণ একটি আইটি পার্ক গড়ে তোলা হবে। ব্যবসার সুযোগ পাবেন দেশের আইটি খাতের সনামধন্য প্রতিষ্ঠান। একই সঙ্গে বাড়বে দক্ষ-প্রশিক্ষিত জনবলের চাকরির সুযোগ। তাছাড়া দেশি-বিদেশি আইটি প্রকৌশলীরাও এখানে ব্যবসায় আগ্রহী হবেন। সঙ্গে স্থানীয়রাও ভোগ করবেন নানা সুবিধা।’

চসিকের আইটি কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হাসান বলেন, ‘আইটি খাতের বহুমাত্রিক সুবিধা সম্বলিত একটি ‘সফটওয়্যার অ্যান্ড টেকনোলজি পার্ক’ নির্মাণে একটি সমঝোতা স্মারক আগামীকাল অনুষ্ঠিত হবে। দেশের অন্যতম এই আইটি পার্কটি হলে চট্টগ্রামে এক আঙিনায় বসেই সব কাজ শেষ করা যাবে।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর