মঙ্গলবার, ১৭ জুলাই, ২০১৮ ০০:০০ টা

তিনজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল

কাকরাইলে মা-ছেলে হত্যাকাণ্ড

আদালত প্রতিবেদক

রাজধানীর কাকরাইলে মা ও ছেলে হত্যা মামলায় তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেছে পুলিশ।

গতকাল এ অভিযোগপত্র আদালতে উপস্থাপন করা হয় এবং পুলিশের তদন্তে সন্তুষ্ট না হওয়ায় মামলার বাদীর আইনজীবী ‘না-রাজি’র আবেদনের জন্য সময় চান। পরে শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম খুরশিদ আলম আগামী ৮ আগস্ট নারাজি দাখিল ও শুনানির জন্য নতুন দিন ধার্য করেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা রমনা থানার ইন্সপেক্টর মো. আলী হোসেন ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এ অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগপত্রে (চার্জিশিট) আসামিরা হলেন, নিহত শামসুন্নারের স্বামী আবদুুল করিম, করিমের তৃতীয় স্ত্রী শারমিন আক্তার মুক্তা ও মুক্তার ভাই আল আমিন ওরফে জনি। মামলা অনুযায়ী, ২০১৭ সালের ১ নভেম্বর কাকরাইলের ভিআইপি রোডের ৭৯/১ নম্বর বাসার গৃহকর্তা আবদুল করিমের প্রথম স্ত্রী শামসুন্নাহার করিম (৪৬) ও তার ছেলে শাওনকে (১৯) হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহত শামসুন্নাহারের ভাই আশরাফ আলী বাদী হয়ে রমনা থানায় মামলা করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর