বুধবার, ১৮ জুলাই, ২০১৮ ০০:০০ টা

স্ত্রীর প্ররোচনায় মাকে হত্যা চেষ্টার অভিযোগে ছেলে কারাগারে

নিজস্ব প্রতিবেদক

স্ত্রীর কু-প্ররোচনায় ইলেকট্র্রিক শক দিয়ে মমতাজ বেগম (৫২) নামের এক নারীকে হত্যা চেষ্টার অভিযোগে তার ছেলে জাকির হোসেনকে (২১) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে রাজধানীর ডেমরা এলাকায় এ ঘটনায় জাকির ও তার স্ত্রী ফারিয়া আক্তার শিমুকে (১৮) আসামি করে মামলা হয়েছে। গ্রেফতারের পর গতকাল সকালে জাকিরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

জাকির ফরিদপুরের সালথা উপজেলার বড় লক্ষণদিয়া গ্রামের মৃত সালাম সরদারের ছেলে। পরিবার নিয়ে ডেমরার কোনাপাড়া চিশতিয়া রোডের বাবুল মিয়ার বাড়িতে ভাড়া থাকেন। এ বিষয়ে ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান জানান, রমজান মাসে জাকিরের সঙ্গে তার স্ত্রী শিমুর ঝগড়া হলে তিনি কুমিল্লায় তার বাবার বাড়িতে চলে যায়। মোবাইল ফোনে জাকির তাকে আসতে বললে সে জানায়— তার মাকে মেরে ফেললে ফিরে আসবে। এমন প্ররোচনায় রবিবার রাত ১টার দিকে ঘুমন্ত অবস্থায় জাকির তার মাকে ইলেকট্রিক শক দিয়ে হত্যার চেষ্টা করে। এতে মমতাজের ডান পায়ের গোড়ালি ও বৃদ্ধাঙ্গুলসহ তার পিঠ পুড়ে যায়। তার চিৎকারে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করে।

সর্বশেষ খবর