শনিবার, ২১ জুলাই, ২০১৮ ০০:০০ টা
বাজার দর

কমছে না চালের দাম

নিজস্ব প্রতিবেদক

কমছে না চালের দাম

রাজধানীর নিত্যপণ্যের বাজারে সবজি, মাছ ও ডিমের দাম বেড়েছে; কমছে না চালের দাম। কয়েক দিনের ব্যবধানে ডিমের দাম হালিতে ২ টাকা বেড়ে ৩৬ টাকা হয়েছে। সব ধরনের সবজির দাম কেজিতে ৫ থেকে ১০ টাকা বেড়েছে। গতকাল মোটা চাল প্রতি কেজি বিক্রি হয়েছে ৪৬ থেকে ৪৮ টাকায়। ফলে বাজার করতে আসা ক্রেতারা অস্বস্তি প্রকাশ করেছেন। সবজির মধ্যে সবচেয়ে বেশি বেড়েছে টমেটোর দাম। গত সপ্তাহে টমেটোর দাম ছিল প্রকারভেদে ৮০ টাকা কেজি। গতকাল বিক্রি হয়েছে ১০০ টাকায়। বিক্রেতাদের বক্তব্য, দেশের বিভিন্ন স্থানে বন্যার কারণেই কাঁচাবাজারে তার প্রভাব পড়ছে।

বাজারচিত্র : গত সপ্তাহের টানা বর্ষণ ও বন্যার কারণে প্রায় সব ধরনের সবজির দাম বেড়েছিল অস্বাভাবিক হারে। গতকাল রাজধানীর কাফরুল ও শেওড়া বাজার ঘুরে পাওয়া গেছে এসব তথ্য। খুচরা বাজারে গতকাল প্রতি কেজি টমেটো ১০০, ধনেপাতা ৫০ বেড়ে ২০০ আর পুদিনাপাতা ৩০০ টাকায় বিক্রি হয়। এ ছাড়া বেগুন প্রতি কেজি ৫০, গাজর ৩৫, শসা ৪০, পটোল ৩০, কাঁকরোল ৫০, করলা ৫০, কাঁচা পেঁপে ৩০, আলু ২২-২৪ টাকায় বিক্রি হচ্ছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর