শিরোনাম
রবিবার, ২২ জুলাই, ২০১৮ ০০:০০ টা

ফুসফুস ও শ্বাসতন্ত্রের রোগ রোধে সচেতনতার তাগিদ

কালের কণ্ঠের গোলটেবিল

নিজস্ব প্রতিবেদক

বায়ুদূষণের প্রভাবে দেশে মানুষের ফুসফুস ও শ্বাসতন্ত্রের নানা রোগের প্রকোপ দ্রুত বাড়ছে। এ রোগ প্রতিরোধে জনসচেতনতার পাশাপাশি সরকারি-বেসরকারি চিকিৎসা ব্যবস্থাপনার পরিধি বৃদ্ধি, দক্ষ জনবল সৃষ্টি ও মানসম্পন্ন ওষুধ আরও সহজলভ্য করার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। গতকাল কালের কণ্ঠের আয়োজনে ও ওরিয়ন গ্রুপের সহযোগিতায় ‘বক্ষব্যাধি চিকিৎসা পরিস্থিতি : প্রেক্ষাপট বাংলাদেশ’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় এসব কথা বলেন বক্তারা। ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের সম্মেলনকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলনের সঞ্চালনায় গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ। শুভেচ্ছা বক্তব্য দেন কালের কণ্ঠের নির্বাহী সম্পাদক মোস্তফা কামাল ও ওরিয়ন ফার্মা লিমিটেডের গ্রুপ প্রডাক্ট ম্যানেজার গোলাম জিলানী মাহবুবে আলম। আলোচনায় অংশগ্রহণ করেন বাংলাদেশ চেস্ট অ্যান্ড হার্ট অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফর অ্যাংকোলজি অ্যান্ড ইন্টারভেশনাল পালমোনোলজির সভাপতি অধ্যাপক ডা. মির্জা মোহাম্মদ হিরণ, স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (এমবিডিসি) অধ্যাপক ডা. সামিউল ইসলাম সাদী, জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মো. শাহেদুর রহমান খান প্রমুখ। কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন বলেন, কিছুদিন আগেও বক্ষব্যাধির চিকিৎসা পাওয়া ছিল বেশ দুষ্কর। এখন বিশেষায়িত হাসপাতালে চিকিৎসকদের কাছে গেলে আরোগ্য পাওয়া যায়। সচেতনতাই হলো গুরুত্বপূর্ণ বিষয়। স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে আমাদের বক্ষব্যাধি বাড়ছে। আজকাল কিন্তু আমরা ঘরের জানালা খুলি না। সব সময় বন্ধ থাকার কারণে বাইরের আলো প্রবেশ করে না।

 সারাক্ষণ ঘরে এসি চালানোর ফলে আমাদের অনেক রোগের ঝুঁকি বাড়ছে। বায়ু ও পরিবেশ দূষণের মধ্য দিয়ে এ পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে।

 

সর্বশেষ খবর