শিরোনাম
রবিবার, ২২ জুলাই, ২০১৮ ০০:০০ টা

টরন্টোর শীর্ষ মেধাবীর তালিকায় বাংলাদেশি

প্রতিদিন ডেস্ক

টরন্টো ডিষ্ট্রিক্ট স্কুল বোর্ডের (টিডিএসবি) শীর্ষ মেধাবী শিক্ষার্থীর তালিকায় জায়গা করে নিয়েছে বাংলাদেশি বংশোদ্ভূত মীর্জা নাহিয়ান। ৯৯.৩ শতাংশ নম্বর পেয়ে তিনি শীর্ষ চার মেধাবীর একজন হয়েছেন।  গত বৃহস্পতিবার টিডিএসবি তাদের প্রধান কার্যালয়ে ২০১৭-২০১৮ সালের শীর্ষ মেধাবীদের তালিকা ঘোষণা করে। বিভিন্ন স্কুল থেকে সাতজন শিক্ষার্থী এই তালিকায় স্থান  পেয়েছেন। এই সময় মেধাবী শিক্ষার্থীরা তাদের অভিজ্ঞতা, শখ,  লেখাপড়ার সঙ্গে ব্যক্তিগত জীবনের সময়ের সমন্বয় সম্পর্কে নিজেদের ধারণা তুলে ধরেন। নতুন শিক্ষার্থীদের জন্য পরামর্শও দেন তারা। সিডার  ব্রে কলেজিয়েট স্কুল থেকে  গ্রেড টুয়েলভ শেষ করেছে মীর্জা নাহিয়ান। আসন্ন শিক্ষাবর্ষে কানাডার সেরা উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান টরন্টো বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার প্রকৌশল বিষয়ে স্নাতক  শ্রেণিতে অধ্যয়ন করবে নাহিয়ান। এরই মধ্যে টরন্টো বিশ্ববিদ্যালয় তাকে ১০ হাজার ডলারের ‘ডিনস অ্যাওয়ার্ড’ প্রদানের ঘোষণা করেছে। এছাড়া সম্মানজনক ‘শুলিচ লিডার স্কলারশিপ’-এর বাছাইপর্বে মনোনয়ন লাভ করেছেন তিনি।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের স্নাতক যন্ত্র প্রকৌশলী মীর্জা মোহাম্মদ মোফাখখারুল হোসেন (সোহাগ) ও নাসরিন সুলতানা দম্পতির দুই সন্তানের মধ্যে কনিষ্ঠ নাহিয়ানদের বাড়ি কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলায়। নাহিয়ানের ভাই মীর্জা রিজওয়ান হোসেনও একজন মেধাবী ছাত্র। বর্তমানে টরন্টোর রায়ারসন বিশ্ববিদ্যালয়ে প্রকৌশল অনুষদের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সে।

সর্বশেষ খবর