শিরোনাম
রবিবার, ২২ জুলাই, ২০১৮ ০০:০০ টা

মাদক নির্মূলে সহযোগিতা করছে না মিয়ানমার

—স্বরাষ্ট্র সচিব

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

দেশে ক্রমান্বয়ে মাদকের ভয়াবহতা বাড়ছে উল্লেখ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা ও সেবা বিভাগের সচিব ফরিদ উদ্দিন আহমেদ চৌধুরী বলেছেন, আমরা মাদক উৎপাদনকারী দেশ নই, মাদক ভোগকারী। পাশের দেশ মিয়ানমার থেকে এসব মাদক আমাদের দেশে ঢুকছে। আমরা চেষ্টা করছি পাশের দেশ থেকে এসব মাদক প্রবেশ বন্ধ করতে কিন্তু তাদের অসহযোগিতার কারণে পুরোপুরি পেরে উঠছি না। গতকাল সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে মতবিনিময় সভায় সচিব এসব কথা বলেন। তিনি আরও বলেন, ভারতের সঙ্গে আমাদের চুক্তি হয়েছিল। আমরা সীমান্তের পার্শ্ববর্তী মাদক কারখানার তালিকা দিয়েছিলাম। তারা সীমান্তের পাশে মাদক উৎপাদন কারখানা বন্ধ করে দিয়েছে। ভারত থেকে মাদক আসা অনেক কমে গেছে। মিয়ানমারের সঙ্গে আমাদের ১৯৯৪ সালে চুক্তি হয়েছিল। তাদেরও তালিকা দিয়েছি কিন্তু তারা কোনো ব্যবস্থা নেয়নি।

চুক্তির পর থেকে মিয়ানমারের সঙ্গে মাত্র তিনটি মিটিং করতে পেরেছি। তারা মিটিংয়েও বসতে চায় না। এ নিয়ে তাদের কোনো আগ্রহ দেখতে পাই না। তিনটি মিটিংয়ের কোনো সিদ্ধান্তও আজও বাস্তবায়ন করেনি তারা। মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন চট্টগ্রামের জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার আমেনা বেগম, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক মেজর এ কে এম শাকিল নেওয়াজ, কারা উপ-মহাপরিদর্শক পার্থ গোপাল বণিক, জেলা পুলিশ সুপার নুরে আলম মিনা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের অতিরিক্ত পরিচালক মজিবুর রহমান পাটোয়ারী, বহিরাগমন ও পাসপোর্ট বিভাগের উপপরিচালক আবু জাকির মোহাম্মদ নোমান প্রমুখ।

সর্বশেষ খবর