শিরোনাম
রবিবার, ২২ জুলাই, ২০১৮ ০০:০০ টা

তদবির করলেই তালিকায় নাম!

সামছুজ্জামান শাহীন, খুলনা

খুলনায় মাদকসহ বিভিন্ন মামলায় আটক আসামিদের ছাড়াতে থানায় তদবিরকারীদের নামের তালিকা তৈরি করছে পুলিশ। খুলনা সদর থানায় এরই মধ্যে তদবিরকারীদের তালিকা তৈরির জন্য নতুন রেজিস্টার খোলা হয়েছে। গত পাঁচ দিনে এ তালিকায় চারজনের নাম লিপিবদ্ধ করা হয়েছে।

জানা যায়, তদবিরকারীদের জন্য পুলিশের স্বাভাবিক কর্মকাণ্ড বাধাগ্রস্ত হচ্ছে। অনেক সময় পুলিশকে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়। ফলে বাধ্য হয়ে তালিকা তৈরির উদ্যোগ নিয়েছে পুলিশ। এদিকে নতুন এ উদ্যোগ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ব্যাপক সাড়া ফেলেছে। খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, চুরি ও মাদক মামলার মতো ছোট ঘটনায়ও আসামিকে ছাড়িয়ে নিতে তদবির আসে। এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত রাখতে তদবিরকারীদের নামের তালিকা করা হচ্ছে। অভিযোগ রয়েছে, খুলনা মহানগরীর থানাগুলোয় সম্প্রতি দালাল ও তদবিরকারীর আনাগোনা বেড়েছে। থানায় কোনো অভিযোগে কেউ আটক হলে তদবিরকারীরা তার পরিবারের সঙ্গে যোগাযোগ করে অর্থের বিনিময়ে তাকে ছাড়িয়ে নিতে চেষ্টা করেন। এর সঙ্গে পুলিশের কিছু সদস্যও জড়িত হয়ে পড়েছেন।

সর্বশেষ খবর