শিরোনাম
রবিবার, ২২ জুলাই, ২০১৮ ০০:০০ টা
জিপিএ-৫ না পেয়ে আত্মহত্যা

ডাক্তার হওয়া হলো না ফয়সালের

নিজস্ব প্রতিবেদক, রংপুর

এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ না পাওয়ায় রংপুরে ফয়সাল ইসলাম (১৮) নামে এক শিক্ষার্থী গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন। তিনি নগরীর আশরতপুর চকবাজার এলাকার আমিনুল ইসলামের ছেলে। গতকাল ভোরে পুলিশ ফয়সালের শোয়ার ঘর থেকে তার লাশ উদ্ধার করে।

ফয়সালের বাবা জানান, ফয়সাল এ বছর কারমাইকেল কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৪.৩৩ পেয়ে উত্তীর্ণ হন। ফয়সাল এসএসসিতে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছিলেন।         

তার বিশ্বাস ছিল এইচএসসিতেও জিপিএ-৫ পাবেন। মেডিকেল কলেজে ভর্তির আশা ছিল তার। আশানুরূপ ফল না হওয়ায় নিজ ঘরে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন ফয়সাল। কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মুক্তারুল আলম বলেন, নিহতের স্বজন ও স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর