সোমবার, ২৩ জুলাই, ২০১৮ ০০:০০ টা

নির্বাচন গ্রহণযোগ্য হবে : তোফায়েল

নিজস্ব প্রতিবেদক

নির্বাচন গ্রহণযোগ্য হবে : তোফায়েল

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, সরকার আশা করে এবং বিশ্বাস করে বিএনপিসহ দেশের সব রাজনৈতিক দল আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবে। আগামী নির্বাচন সুষ্ঠু, সুন্দর এবং সবার অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য হবে, এতে কোনো সন্দেহ নেই। তিনি গতকাল ঢাকার বনানীতে তার বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন। এর আগে বাণিজ্যমন্ত্রী বাংলাদেশে সফররত ব্রিটিশ এমপি রুশনারা আলীর সঙ্গে মতবিনিময় করেন। মতবিনিময় শেষে বাণিজ্যমন্ত্রী বলেন, ইউরোপিয়ান ইউনিয়নের দেওয়া ‘এভরিথিংস বাট আর্মস’ অর্থাৎ ইবিএ-এর আওতায় বাংলাদেশ ব্রিটেনের কাছ থেকে ডিউটি ফ্রি ও কোটা ফ্রি বাণিজ্য সুবিধা পেয়ে আসছে। দেশটি ইইউ থেকে বেরিয়ে যাওয়ার পর অর্থাৎ বেক্সিটের পরও যাতে এই সুবিধা বহাল থাকে সে বিষয়ে দেশটির নীতি-নির্ধারকদের সঙ্গে আলোচনা চলছে। মন্ত্রী বলেন, বাংলাদেশ যখন এলডিসি থেকে উন্নয়নশীল দেশে পরিরত হচ্ছে, তখন আর জিএসপি সুবিধা থাকবে না।

এজন্য বাংলাদেশ ব্রিটেনের কাছ থেকে ‘জিএসপি প্লাস’ বাণিজ্য সুবিধা প্রত্যাশা করছে। রুশনারা আলী সাংবাদিকদের বলেন, বাংলাদেশ ব্রিটেনের ঘনিষ্ঠ বন্ধু রাষ্ট্র। বাংলাদেশ দ্রুত এগিয়ে যাচ্ছে, বাংলাদেশের উন্নয়নে ব্রিটেন খুশি। ব্রিটিশ এমপি বলেন, ব্রিটেন বাংলাদেশের তৈরি পোশাক, এনার্জি ও বিভিন্ন উন্নয়ন খাতে বিনিয়োগ করতে আগ্রহী। তৈরি পোশাক শিল্পে বাংলাদেশ অনেক উন্নতি করেছে। অপ্রত্যাশিত রানা প্লাজা দুর্ঘটনার পর বাংলাদেশ সরকার ও শিল্প মালিকদের আন্তরিক প্রচেষ্টায় আর কোনো দুর্ঘটনা ঘটেনি। এ সেক্টরে আরও উন্নতি করা সম্ভব।

সর্বশেষ খবর