বৃহস্পতিবার, ২৬ জুলাই, ২০১৮ ০০:০০ টা
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ

বিরোধ মেটানোর নির্দেশ এক সপ্তাহের মধ্যে

সাইদুল ইসলাম, চট্টগ্রাম

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের বিরোধপূর্ণ ও শূন্যপদ পূরণ হচ্ছে চলতি সপ্তাহের মধ্যেই। দ্বৈত কমিটি বাদ দিয়ে ও শূন্যপদে নতুন নেতৃত্ব তৈরি করা হচ্ছে। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী এসব ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করছে নগর আওয়ামী লীগ। তবে আগামী ৩০ জুলাইয়ের মধ্যে ৭টি ওয়ার্ডের নতুন নেতৃত্ব ঘোষণা করা হবে বলে জানান চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। সিটি মেয়র আজম নাছির উদ্দিন আরও বলেন, নগর আওয়ামী লীগের যেসব ওয়ার্ডে দ্বৈত কমিটি আছে, সেই ওয়ার্ডগুলোতে শৃঙ্খলা ফেরাতে সমন্বয়ের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হচ্ছে। হাই কমান্ডের নির্দেশনা অনুযায়ী এসব ওয়ার্ডে সভাপতি ও সাধারণ সম্পাদক ঠিক করার উদ্যোগ নেওয়া হয়েছে। সিনিয়র নেতাদের পরামর্শ অনুযায়ী বিরোধপূর্ণ এ সাত ওয়ার্ডে নেতৃত্ব ঠিক করা হচ্ছে। এ ছাড়াও যে চার ওয়ার্ডে সভাপতি ও সাধারণ সম্পাদক মৃত্যুবরণ করেছে সেই সব পদে নতুনভাবে দায়িত্ব দেওয়ার লক্ষ্যে কাজ চলছে। তবে নগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী চিকিৎসার জন্য দেশের বাইরে আছেন। তিনি আসলেই এসব বিষয়ে চূড়ান্ত করা হবে বলে জানান তিনি।

জানা যায়, গত ২৭ জুন বিশেষ বর্ধিত সভায় নগর আওয়ামী লীগের সাতটি ওয়ার্ডের দ্বৈত কমিটি ভাঙার নির্দেশ দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। পাশাপাশি যেসব ওয়ার্ডে সভাপতি ও সাধারণ সম্পাদক মারা গেছেন, সেই পদগুলো পূরণেরও নির্দেশ দেন তিনি।

সর্বশেষ খবর