বৃহস্পতিবার, ২৬ জুলাই, ২০১৮ ০০:০০ টা

এ সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়

—পীর চরমোনাই

নোয়াখালী প্রতিনিধি

এ সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (পীর চরমোনাই) বলেছেন, স্বৈরাচারী সরকার জনগণের বুকের ওপর পাথরের মতো চেপে বসেছে। এ সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়, তাই জনগণের ওপর তাদের আস্থা নেই। তারা আবারও ৫ জানুয়ারি মার্কা একটি প্রহসনের নির্বাচন করে ক্ষমতায় থাকতে চায়। গতকাল বিকালে জেলা শিল্পকলা একাডেমিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ নোয়াখালী জেলা শাখার সমাবেশে এ কথা বলেন। জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা নজীর আহমাদ এতে সভাপতিত্ব ও জেলা সেক্রেটারি মাওলানা মুহাম্মদ শহীদুল ইসলাম-এর সঞ্চালনা করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম, বিশেষ অতিথি ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর (দক্ষিণ) সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম।

বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি শেখ ফজলুল করীম মারুফ। সমাবেশে পীর চরমোনাই আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী জেলার অন্তর্গত ৬টি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করে পরিচয় করে দেন। নোয়াখালী ১ আসনে অ্যাডভোকেট এরফান খান, নোয়াখালী ২ আসনে মাওলানা খলিলুর রহমান, নোয়াখালী ৩ আসনে হাফেজ মাওলানা নজীর আহমাদ, নোয়াখালী ৪ আসনে আলহাজ মুহাম্মাদ আবদুল হান্নান, নোয়াখালী ৫ আসনে মাওলানা আবু নাছের, নোয়াখালী ৬  আসনে শাইখুল হাদীস আল্লামা শফিউল্যাহ আল মোস্তফা। আলোচনা সভায় আরও বক্তব্য দেন, মাওলানা মাহমুদুর রহমান, মাওলানা ফিরোজ আলম, ছাত্রনেতা মুহাম্মদ দিদার হোছাইন প্রমুখ।

সর্বশেষ খবর