বৃহস্পতিবার, ২৬ জুলাই, ২০১৮ ০০:০০ টা

সরকারি ওষুধ বিক্রির অভিযোগে জেল-জরিমানা

নিজস্ব প্রতিবেদক

পুরান ঢাকার মিটফোর্ড এলাকায় বিনামূল্যে বিতরণের জন্য সরকারি ওষুধ বিক্রির অভিযোগে মোট ৬০ লাখ টাকা জরিমানা এবং ৬ জনকে বিভিন্ন মেয়াদে জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার রাতে মিটফোর্ডের অন্তত ৩৪টি দোকানে অভিযান চালিয়ে এ সাজা দেয় ঔষধ প্রশাসন অধিদফতর ও র‌্যাব-১০ যৌথ পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। এতে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম। অভিযানের সময় সাজাপ্রাপ্তদের বিরুদ্ধে নকল ও অনুমোদনহীন ওষুধ বিক্রিরও অভিযোগ পাওয়া যায়। গতকাল র‌্যাব-১০ এর অধিনায়ক কাইয়ুমুজ্জামান খানের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মিটফোর্ডের জননী ও মেট্রো মেডিসিন মার্কেটের ওইসব দোকানে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বাণিজ্য চলছিল। অভিযানকালে সেখানে বিনামূল্যে বিতরণযোগ্য সরকারি ওষুধও জব্দ করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম জানান, অনুমোদন ছাড়াই বাইরের বিভিন্ন দেশের ওষুধ ওইসব দোকানে অবৈধভাবে বিক্রি করা হচ্ছিল এমন গোপন সংবাদে সেখানে অভিযান পরিচালিত হয়।

সর্বশেষ খবর