শুক্রবার, ২৭ জুলাই, ২০১৮ ০০:০০ টা

রংপুর সিটি করপোরেশন দুর্নীতির আখড়া

——————— মেয়র মোস্তফা

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুর সিটি করপোরেশন দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। বুধবার রাতে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন রংপুরের নতুন কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে এ মন্তব্য করে মেয়র বলেন, সিটি করপোরেশনের প্রতিটি বিভাগে দুর্নীতি। এই দুর্নীতি থাকবে না। ইতিমধ্যে শুদ্ধি অভিযান শুরু করা  হয়েছে। দুর্নীতির অভিযোগে বাজার শাখা প্রধান ফরিদ আহমেদকে সাময়িক বরখাস্ত এবং বিদ্যুৎ শাখার উপ সহকারী প্রকৌশলী জুয়েল চৌধুরীকে ওএসডি করা হয়েছে। তিনি বলেন, দুর্নীতির সঙ্গে জড়িতরা কেউই ছাড় পাবে না। এক বছর পর এ চিত্র থাকবে না। গত বছরের ২১ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে মেয়র নির্বাচিত হন মোস্তফা। চলতি বছরের ১৯ ফেব্রুয়ারি মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

মেয়র মোস্তফা সাংবাদিকদের উদ্দেশে বলেন, সিটির উন্নয়নে কাজ করছি। আমার কাজেও ভুল হতে পারে, দুর্নীতি হতে পারে। আমার কাজে দুর্নীতি খুঁজে পেলে রিপোর্ট প্রকাশ করবেন। অন্যায় ও দুর্নীতিতে কাউকে ছাড় দেবেন না। বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি জাহিদ হোসেন লুসিডের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, রংপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, সংগঠনের সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম রিপন প্রমুখ।

সর্বশেষ খবর