শুক্রবার, ২৭ জুলাই, ২০১৮ ০০:০০ টা

নর্থ সাউথে বর্ণালি সাংস্কৃতিক সন্ধ্যা

নিজস্ব প্রতিবেদক

নর্থ সাউথে বর্ণালি সাংস্কৃতিক সন্ধ্যা

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে সাংস্কৃতিক সন্ধ্যা —বাংলাদেশ প্রতিদিন

লালনগীতির মূর্ছনায় শুরু হয় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ‘ইন্টার ইউনিভার্সিটি আনপ্লাগড সেশন ২০১৮’। রঙিন আলোয় অনুষ্ঠানের সূচনায় চট্টগ্রামের ইস্ট ডেলটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পরিবেশন করেন লালনগীতি ‘বেদ বিধির পর শাস্ত্র কানা, আর এক কানা মন আমার। এসব দেখি কানার হাট বাজার।’

এর পর একের পর এক মন মাতানো পরিবেশনায় জমে ওঠে আয়োজন। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংগঠন আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের অনুপ্রেরণা জোগাতে অনুষ্ঠানস্থলে উপস্থিত হয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের কর্তাব্যক্তিগণ। উদ্বোধনী পর্বে প্রধান অতিথি ছিলেন নর্থ সাউথ বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আবুল হাসেম। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আতিকুল ইসলাম। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. গিয়াস ইউ আহসান এবং বোর্ড অব ট্রাস্টিজের সদস্যগণ। সাংস্কৃতিক সংগঠনগুলোর পরিবেশনায় অডিটোরিয়ামের কানায় কানায় ভরে ওঠে দর্শক-শ্রোতার উপস্থিতিতে। গানের তালে খুশির রোলে এক সময় অনুষ্ঠানের প্রধান অতিথি গেয়ে ওঠেন তার প্রিয় গানের দু কলি। ‘আমায় এতো র‌্যাইতে কেনে ডাক দিলি, প্রাণ কোকিলারে’ গেয়ে উঠতেই সমস্বরে করতালি দিয়ে ওঠেন উপস্থিত শ্রোতারা। পড়ন্ত বিকালে শুরু হওয়া অনুষ্ঠান সংগীত প্রেমীদের উচ্ছ্বাসে উৎসবের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। এর মধ্যে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ’র (ইউল্যাব) শিক্ষার্থীরা পরিবেশন করে ‘খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়’। ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, ড্যাফোডিল ইউনিভার্সিটিসহ মোট আটটি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে আনপ্লাগড সেশন ছিল জমজমাট। বৃষ্টির গান, ভাবের গান সব রকমের পরিবেশনাই ছিল আয়োজনে। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের চারটি দলের পরিবেশনার পর অতিথি দল হিসেবে গান করে ‘ডুব’।

সংগীতের মূর্ছনায় সন্ধ্যা গড়িয়ে রাত নামে। এক সময় আয়োজন ভাঙলেও মন গুন গুনিয়ে গেয়ে চলে প্রিয় গানের সুর।

সর্বশেষ খবর