শুক্রবার, ২৭ জুলাই, ২০১৮ ০০:০০ টা

নেই মূল্য তালিকা, ওজনেও কম

৭ প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক

মূল্য তালিকা না টানানো এবং ওজনে কম দেওয়ার অভিযোগে ৭ প্রতিষ্ঠানকে মোট এক লাখ ২১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল ঢাকার আমিনবাজার, সাভার ও ধামরাই এলাকায় অভিযান চালিয়ে এসব জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। সংস্থাটির পরিচালক সৈয়দ তওহিদুর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালনা করেন ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আবদুল জব্বার মণ্ডল।

জানা যায়, মূল্য তালিকা না রাখায় জাকিরের গোস্তের দোকান, ইব্রাহিমের গোস্তের দোকান, নিয়াউদ্দিনের গোস্তের দোকান ও নাজিবের গোস্তের দোকানকে ৫ হাজার টাকা করে এবং মুনজুরের গোস্তের দোকানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ওজনে কম দেওয়ার অভিযোগে কোয়ালিটি ব্রিকস ও এমএএইচ ব্রিকসকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

এদিকে বুধবার রাজধানীর রমনা ও মোহাম্মদপুর এলাকায় পৃথক অভিযানে ১০ প্রতিষ্ঠানকে মোট এক লাখ ৭১ হাজার টাকা জরিমানা করা হয়। এসব অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক আবদুল জব্বার মণ্ডল ও শাহনাজ সুলতানা।

সর্বশেষ খবর