শুক্রবার, ২৭ জুলাই, ২০১৮ ০০:০০ টা

দেশে হেপাটাইটিসে ভুগছে প্রায় ৮৫ লাখ মানুষ

নিজস্ব প্রতিবেদক

দেশে প্রায় ৮৫ লাখ লোক হেপাটাইটিস বি অথবা হেপাটাইটিস সি ভাইরাসে ভুগছে। এদের অনেকেই জানে না যে, তাদের এই রোগটি আছে। গতকাল ঢাকায় এক সেমিনারে এই তথ্য প্রকাশ করা হয়। সিরডাপ মিলনায়তনে বেলা ১১টায় অনুষ্ঠিত ‘বাংলাদেশে হেপাটাইটিস বি ও সি ভাইরাসের অতীত ও বর্তমান প্রাদুর্ভাব এবং নির্মূলের সুপারিশমালা’ এই সেমিনারের আয়োজক হেপাটোলজি সোসাইটি। এতে সভাপতিত্ব করেন সোসাইটির সভাপতি অধ্যাপক মবিন খান। প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর বিশেষজ্ঞ ভাইরেলোজিস্ট অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম। বিশেষ অতিথি স্বাস্থ্য অধিদফতরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. এম এ ফয়েজ ও বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের লিভার বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক নুরুদ্দীন আহমদ। বক্তৃতা করেন অধ্যাপক ডা. আবু সাঈদ, ডা. মোতাহার হোসাইন, ডা. মো. শাহিনুল আলম, ডা. গোলাম আজম, ডা. গোলাম মোস্তফা, ডা. মোড়ল নজরুল ইসলাম প্রমুখ। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন হেপাটোলজি সোসাইটির সাধারণ সম্পাদক ডা. মো. শাহিনুল আলম।

বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষে সেমিনারটির আয়োজন করা হয়। আগামীকাল শনিবার দুনিয়াজুড়ে দিবসটি পালন করা হচ্ছে। এবারের প্রতিপাদ্য— ‘হেপাটাইটিস নির্মূল কর।’ প্রচারণার বিষয়— ‘না জানা লাখ লাখ হেপাটাইটিস রোগী খুঁজে বের করে তাদের পরীক্ষা করাও।’ পৃথিবীতে বর্তমানে ৩২ কোটি ৫ লাখ মানুষ হেপাটাইটিসে ভুগছে। এদের ৯০ শতাংশই জানে না যে তাদের হেপাটাইটিস আছে।

সর্বশেষ খবর