বুধবার, ১ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

এক সপ্তাহের মধ্যে সব ওয়ার্ডে কমিটি চায় বিএনপি

চট্টগ্রাম

ফারুক তাহের, চট্টগ্রাম

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম মহানগর বিএনপি মাঠ গোছানো কর্মসূচিতে নেমেছে। নির্বাচনের আগে প্রতিটি ওয়ার্ড ও থানা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। চট্টগ্রাম মহানগরীর ৪৩টি সাংগঠনিক ওয়ার্ডের মধ্যে ২০টি ওয়ার্ডে বিএনপির পূর্ণাঙ্গ কমিটি রয়েছে বলে জানা গেছে। বাকি ২৩টি ওয়ার্ডে আগামী এক সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দিয়ে চিঠি দেওয়া হয়েছে নগর বিএনপির পক্ষ থেকে। এসব ওয়ার্ডে সভাপতি ও সাধারণ সম্পাদক থাকলেও ১০১ সদস্য বিশিষ্ট কমিটির অন্য নেতাদের অন্তর্ভুক্তি করতে এ নির্দেশ দেওয়া হয়েছে বলে জানালেন নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন। জানা গেছে, চট্টগ্রাম মহানগরে সিটি করপোরেশনের ৪১টি ওয়ার্ড থাকলেও বিএনপির সাংগঠনিক ওয়ার্ড রয়েছে ৪৩টি। এর মধ্যে তিনটি ওয়ার্ডে আহ্বায়ক কমিটি থাকলেও বাকি ৪০টি ওয়ার্ডে প্রায় এক বছর ধরে কার্যক্রম চলছে শুধু সভাপতি-সাধারণ সম্পাদক দিয়ে। ইতিমধ্যে ২০টি ওয়ার্ডে পূূর্ণাঙ্গ কমিটি গঠন হলেও ২৩টি ওয়ার্ডে পূর্ণাঙ্গ কিমটি নেই। তাই দ্রুততার সঙ্গে এসব ওয়ার্ডে বিএনপির কমিটি গঠন নিয়ে চলছে তোড়জোড়। কমিটিতে অন্তর্ভুক্ত হয়ে ওয়ার্ড বিএনপির নেতা হতে মরিয়া হয়ে ওঠেছে বিএনপি সমির্থত বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা। কমিটিতে ঠাঁই পেতে ঢাকা-চট্টগ্রামে অবস্থানরত চট্টগ্রাম বিএনপির সিনিয়র নেতাদের বাসভবন ও দফতরে গিয়ে শুরু করেছে তদবির। বিশেষ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চট্টগ্রাম নগর বিএনপির সাবেক সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী, কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান ও মীর মোহাম্মদ নাছির উদ্দিন, নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্করের শরণাপন্ন হচ্ছেন বিভিন্ন ওয়ার্ডের নেতা-কর্মীরা।

 ডা. শাহাদাত হোসেন বলেন, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হলে বিএনপি অবশ্যই সেই নির্বাচনে অংশ নেবে এবং যদি তাই হয়, আমাদের প্রতিটি থানা ও ওয়ার্ডে বিএনপি এবং তার অঙ্গসংগঠনগুলোর পূর্ণাঙ্গ কমিটি করে নির্বাচনমুখী হতে হবে। তাই আগামী এক সপ্তাহের মধ্যেই সবগুলো ওয়ার্ড কমিটি গঠনের জন্য চিঠি দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর