বৃহস্পতিবার, ২ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

বিএনপির কর্মসূচিতে পুলিশের হামলা

বরিশালে সরোয়ারসহ আহত ১০

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বিএনপির কর্মসূচিতে পুলিশের হামলা

বরিশালে বিএনপির মানববন্ধনে গতকাল পুলিশের হামলা —বাংলাদেশ প্রতিদিন

বরিশাল সিটি নির্বাচনে ক্ষমতাসীনদের ভোট ডাকাতির প্রতিবাদে বিএনপি আয়োজিত মানববন্ধনে বাধা এবং হামলার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। এ সময় বিএনপির পরাজিত মেয়র প্রার্থী মজিবর রহমান সরোয়ারসহ ১০ কর্মী আহত হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। ভোট ডাকাতির প্রতিবাদে গতকাল সকাল সোয়া ১১টার দিকে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে মানববন্ধনে দাঁড়ানোর চেষ্টা করে মহানগর বিএনপি। এ সময় পুলিশ তাদের মানববন্ধনে বাঁধা দিলে মহানগর বিএনপির সভাপতি সরোয়ারের নেতৃত্বে বিএনপি নেতা-কর্মীরা সদর রোডে অবস্থান নিয়ে বসে পড়েন। পুলিশ তাদের ঘিরে রাখে। এক পর্যায়ে পুলিশ বিএনপির শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচির উপর অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ করেন মজিবর রহমান সরোয়ার। পুলিশের হামলায় বিএনপির বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হয়। ভোট ডাকাতি এবং পুলিশের হামলার প্রতিবাদে পরবর্তী কর্মসূচি ঘোষণার কথা জানান সরোয়ার। এদিকে হামলার অভিযোগ অস্বীকার করে কোতোয়ালি মডেল থানার ওসি মো. নুরুল ইসলাম জানান, বিএনপি পুলিশের অনুমতি না নিয়ে ব্যস্ততম সদর রোড আটকে কর্মসূচি পালন করছিল। জনগণের চলাচলের সুবিধার্থে পুলিশ বিএনপি নেতা-কর্মীদের সরিয়ে দিয়েছে।

সর্বশেষ খবর