বৃহস্পতিবার, ২ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

আরিফের ব্যতিক্রমী উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেট সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে নগরজুড়ে পলিথিনে মুড়িয়ে টানানো হয় হাজার হাজার প্রচারণা পোস্টার। তবে নির্বাচন শেষ হওয়ার দুই দিনের মাথায় গতকাল নিজের পোস্টার সরিয়ে নেওয়ার কাজ শুরু করেছেন বিএনপি নেতা আরিফুল হক চৌধুরী। সিটি নির্বাচনে মেয়র পদে তার জয় প্রায় নিশ্চিত হয়ে আছে। এখন আনুষ্ঠানিকতাই শুধু বাকি। গতকাল বিকালে নগরের কুমারপাড়ার নিজ বাসার সামনে খুঁটির সঙ্গে বাঁধা নিজের পোস্টার কাঁচি দিয়ে কেটে সরানোর কাজ শুরু করেন আরিফুল হক চৌধুরী। পরে নগরের অন্যান্য এলাকায়ও শুরু হয় নির্বাচনী পোস্টার সরানোর কাজ। আরিফের নিজস্ব শ্রমিক এ কাজে নিয়োজিত রয়েছেন। তবে সিলেট সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা শাখার সদস্যরাও পোস্টার সরানোর কাজে সহায়তা করছেন। আরিফুল হক চৌধুরী বলেন, ‘১৯৬ জন প্রার্থীর হাজার হাজার পলিথিনে মোড়ানো পোস্টারে ছেয়ে গেছে পুরো নগর। এসব পোস্টার ও পলিথিন পাশের ড্রেনে গিয়ে পড়লে বিপর্যস্ত হবে নগরের পুরো ড্রেনেজব্যবস্থা। তাই নির্বাচন শেষ হলেও তা সরানোর কোনো উদ্যোগ না নেওয়ায় নিজেই এ কাজে নেমে পড়েছি। জয়-পরাজয় বড় কথা নয়; সমৃদ্ধ ও সুন্দর সিলেট গড়তে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।’

সর্বশেষ খবর