শনিবার, ৪ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

প্লিজ এক লাইনে চলুন

নিজস্ব প্রতিবেদক

‘মামা রিকশা নিয়া এক লাইনে যান। ফুটপাথের পাশের লেন দিয়ে রিকশা চলবে। ভাইয়া মোটরসাইকেল চালাচ্ছেন হেলমেট কোথায়? প্লিজ এক লাইনে চলুন।’ এভাবে গতকাল মিরপুর-২ নম্বরে স্টেডিয়ামের পাশে আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা সড়কে শৃঙ্খলা ফেরাতে সক্রিয় ছিল। এখানে কোনো ট্রাফিক পুলিশের দেখা মেলেনি কিন্তু শিক্ষার্থীদের দেখা গেছে ট্রাফিকের ভূমিকায়। সরেজমিন ঘুরে দেখা গেছে, শিক্ষার্থীরা যানবাহনের লাইসেন্স দেখছে না। গাড়ির ফিটনেস ও  সড়কে শৃঙ্খলা ফেরাতে সবাই মিরপুরের বিভিন্ন সড়কের মোড়ে মোড়ে অবস্থান নিয়েছে। মিরপুর-২ নম্বরে শেখ ফজিলাতুন নেছা মুজিব সরকারি কলেজের শিক্ষার্থী জয়া আহমেদ বলেন, আজকে আমরা লাইসেন্স দেখছি না। কারণ এটা নিয়ে নানা ধরনের কথা হচ্ছে। আমরা শুধু সড়কের শৃঙ্খলা ফেরাতে কাজ করছি। সব রিকশাকে এক লাইনে চলাচল করতে বাধ্য করছি। কেউ যাতে কোনো ধরনের ওভারটেকিং না করে সেই বিষয়ও খেয়াল রাখছি। সড়কে শৃঙ্খলা না ফেরা পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না।

বেলা ১১টার দিকে উত্তর সিটি করপোরেশনের ফিটনেসবিহীন ময়লার ট্রাক আটকে দেয় শিক্ষার্থীরা। দীর্ঘ সময় আটকে রাখার পর ছেড়ে দেয় শিক্ষার্থীরা। মিরপুরের অনেক সড়কে তৎপর দেখা যায় শিক্ষার্থীদের। নগরীর কয়েকটি স্থান ঘুরে দেখা গেছে, শিক্ষার্থীরা না থাকলেও লেন মেনে চলাচল করছে রিকশা। ধানমন্ডি-১ নম্বর রাস্তাটিতে লেন মেনে চলছে রিকশা। ইয়েলো ক্যাফের সামনে দিয়ে গিয়ে আড়ংয়ের পাশ দিয়ে ডানে মোড় নিয়ে নিউমার্কেটের দিকে চলে যাওয়া এ রাস্তায় রিকশার লেন দেখলে চোখ জুড়িয়ে যাবে। কয়েক মিনিটেই যাত্রীরা গন্তব্যে যেতে পারছেন। অথচ মিনিটখানেকের এ রাস্তায় কখনো কখনো কয়েক ঘণ্টা রিকশায় বসে থাকতে হতো।

 

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর