সোমবার, ৬ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

ভিসা জটিলতায় ১০ হাজার হজযাত্রী

মোস্তফা কাজল

ভিসা জটিলতায় পড়েছেন ১০ হাজার হজযাত্রী। হজ এজেন্সিগুলোর টালবাহানায় তাদের ই-হজ-ভিসা হয়নি। ফলে হজ পালন নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন তারা। এদিকে অব্যাহত যাত্রী সংকটের কারণে গত শনিবার রাতের একটিসহ ২২ দিনে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১২টি হজ ফ্লাইট বাতিল হয়েছে। আরও হজ ফ্লাইট বাতিল হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। বিষয়টি স্বীকার করে পরিচালক হজ মো. সাইফুল ইসলাম বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ই-হজ ভিসা জটিলতা নিরসনে বর্ধিত রিপ্লেসমেন্ট কোটার ৯ হাজার হজযাত্রীর ভিসার আবেদন সৌদি দূতাবাসে জমা হয়েছে গতকাল। আশা করছি দুয়েক দিনের মধ্যে এসব হজভিসা পাওয়া যেতে পারে। ভিসা না হওয়ায় গতকাল অনেকে আশকোনার হজ ক্যাম্পে ভিড় করেছেন। আবার অনেকে হজ ক্যাম্পে অবস্থান নিয়েছেন। হজ সংশ্লিষ্টরা বলছেন, বার বার তাগাদা দেওয়া সত্ত্বেও এবং হজ এজেন্সিগুলো যথাসময়ে টিকিট না কেনায় একের পর এক ফ্লাইট বাতিলের মতো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। যাত্রী স্বল্পতা ও ফ্লাইট বাতিলের কারণে এ পর্যন্ত বিমানের ক্যাপাসিটি লস হয়েছে ছয় হাজারের ওপরে।

জানতে চাইলে বিমান বাংলাদেশের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ বলেন, বিমান প্রতিদিনই ধর্ম মন্ত্রণালয় মনোনীত হজ এজেন্সিকে ই-মেইলের মাধ্যমে কোন ফ্লাইটে কত আসন খালি আছে সে বিষয়ে আপডেট তথ্য জানাচ্ছে এবং দ্রুত টিকিট কেনার তাগিদ দিয়ে যাচ্ছে। কিন্তু বেশ কয়েকটি হজ এজেন্সি এখনো মক্কা ও মদিনায় বাড়ি ভাড়া করতে পারেনি। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী বাড়ি ভাড়া ও ভিসার আগেই টিকিট কেনার নির্দেশনা থাকলেও অনেক এজেন্সি এখনো তাদের নির্ধারিত বিমান টিকিট সংগ্রহ করেনি। হজ শুরুর ৫০ দিন আগে বিমানের হজ টিকিট বিক্রি কার্যক্রম শুরু হলেও এজেন্সিগুলো সময়মতো টিকিট সংগ্রহ না করায় এখনো ডেডিকেটেড হজ ফ্লাইটের পাঁচ হাজারের মতো টিকিট অবিক্রীত রয়েছে।

সর্বশেষ খবর