সোমবার, ৬ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

শেখ কামালের জন্মবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক

শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলসহ নানা আয়োজনে গতকাল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শহীদ শেখ কামালের ৬৯তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। মধ্যরাত ১২টা ১ মিনিটে আবাহনী লিমিটেড সমর্থক গোষ্ঠীর উদ্যোগে ক্লাব চত্বরে স্থাপিত আবাহনীর প্রতিষ্ঠাতা শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। ধানমন্ডির আবাহনী লিমিটেডে ক্রীড়া কমপ্লেক্সে শহীদ শেখ কামালের প্রতিকৃতিতে গতকাল সকাল ৮টায় আওয়ামী লীগের নেতা-কর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দীসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। এদিকে সকাল ৯টায় বনানী কবরস্থানে শহীদ শেখ কামালের সমাধিতে দলের নেতা-কর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তার রুহের মাগফিরাত কামনা করে কোরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদনের পর ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তর ও দক্ষিণ, আওয়ামী যুবলীগ, বাংলাদেশ ছাত্রলীগ, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, যুব মহিলা লীগ, কৃষক লীগ, মহিলা আওয়ামী লীগ, জাতীয় শ্রমিক লীগ শেখ কামালের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করে। এ ছাড়া যুবলীগ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ, স্বেচ্ছাসেবক লীগ মহানগর উত্তর ও দক্ষিণ, ছাত্রলীগ মহানগর উত্তর ও দক্ষিণ, ঢাকা জেলা মহিলা আওয়ামী লীগ, আবাহনী পরিচালকরা, আবাহনী সমর্থক গোষ্ঠী, আবাহনী কর্মকর্তা ও খেলোয়াড়সহ বিভিন্ন সংগঠন শেখ কামালের সমাধি ও প্রতিকৃতিতে পৃথকভাবে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে।

শেখ কামালের ৬৯তম জন্মবার্ষিকী উপলক্ষে যুবলীগের উদ্যোগে সকাল ১০টায় শিল্পকলা একাডেমি মিলনায়তনে শহীদ শেখ কামালের বৈচিত্র্যময় জীবনের আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে শেখ কামালের  জন্মদিন উপলক্ষে ‘আমাদের বন্ধু শেখ কামাল’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে ‘সতীর্থ স্বজন’।

সর্বশেষ খবর