বৃহস্পতিবার, ৯ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

লবণের গাড়ি নয়, যেন ইয়াবার গোডাউন

নিজস্ব প্রতিবেদক

লবণের গাড়ি নয়, যেন ইয়াবার গোডাউন

মাদকের বিরুদ্ধে আইন প্রয়োগকারী সংস্থার চলমান সাঁড়াশি অভিযানের মধ্যে ঢাকার পূর্বাচল থেকে দুটি কাভার্ড ভ্যান থেকে ২ লাখ ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-১-এর একটি দল মঙ্গলবার রাতে এ অভিযান চালায়। র‌্যাব জানিয়েছে, এ সময় চারজনকে গ্রেফতার করা হয়। তারা হলেন মানিক মিয়া (২৭), মাসুদ মিয়া (৪০), আবদুল খালেক (২৮) ও আরিফ (২২)। র‌্যাব বলছে, লবণের গাড়িতে করে আসছিল মরণ নেশা ইয়াবা। গতকাল রাজধানীর কারওয়ান বাজারে মিডিয়া সেন্টারে র‌্যাবের গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান বলেন, সামনে কোরবানির ঈদ থাকায় লবণের চাহিদা অনেক বেশি। প্রতিদিন লবণ আসছে রাজধানীতে। এ সুযোগ কাজে লাগিয়ে মাদক ব্যবসায়ীরা ইয়াবার চালান নিয়ে আসছে। এ রকম গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই র‌্যাব-১-এর একটি দল পূর্বাচলে অবস্থান নিয়ে মঙ্গলবার রাতে দুটি কাভার্ড ভ্যান থেকে ২ লাখ ৬ হাজার পিস ইয়াবার চালান জব্দ করে। ড্রাইভারের পায়ের স্থান থেকে ১০ হাজার পিস ও কাভার্ড ভ্যানের ওপরে বিশেষ কায়দায় ঝালাই করে রাখা ১ লাখ ৯৬ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। গ্রেফতারকৃতদের বরাত দিয়ে মুফতি খান বলেন, ২৮ জুলাই এরা টেকনাফে ট্রাক নিয়ে যায়। সেখানে লবণ ভর্তি করে ৩ আগস্ট ঢাকার উদ্দেশে রওনা দেয়। টেকনাফ থেকে কক্সবাজার পর্যন্ত র‌্যাবের পাঁচটি চেকপোস্ট থাকায় ব্যাপক কড়াকড়ি মনে করে ইয়াবার চালান তারা গাড়িতে না নিয়েই রওনা হয়। রফিক নামে এক ব্যক্তির সঙ্গে তাদের কথা হয়। রফিক তাদের জানায়, সাগরপথে এসে চকরিয়ায় তাদের হাতে ইয়াবার চালান তুলে দেবে। সে অনুযায়ী ৫ আগস্ট চকরিয়ায় সাগরপথে আনা ইয়াবার চালান তুলে দেয় রফিক। এরপর সেখানে একটি ওয়ার্কশপে বিশেষ ব্যবস্থায় বাক্স বানিয়ে ইয়াবা লুকিয়ে রাখে তারা। এরপর তারা রওনা হয়ে কুমিল্লায় বিশ্রাম নেয়। কুমিল্লায় ইয়াবা সিন্ডিকেটের একটি দল আছে। তাদের কাজ কুমিল্লা-ঢাকা মহাসড়ক দিয়ে নিরাপদে ইয়াবার চালান পার করে দেওয়া। এই চালান ঢাকার কেরানীগঞ্জে নামিয়ে দেওয়ার কথা ছিল। কিন্তু সিন্ডিকেটের নির্দেশনায় চালান পূর্বাচল হাইওয়ে দিয়ে সাভারে নিয়ে যাওয়ার চেষ্টা করে তারা।

সর্বশেষ খবর